Ajker Patrika

নগরের নালা, সড়ক পরিচ্ছন্নে কাজ শুরু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১২: ৪৫
নগরের নালা, সড়ক পরিচ্ছন্নে কাজ শুরু

কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। গতকাল রোববার ‘সিটি করপোরেশনের অঙ্গীকার, নগর হবে পরিষ্কার’ স্লোগানে কর্মসূচি শুরু করা হয়। এর আওতায় নালা, সড়ক পরিচ্ছন্ন করা হবে। সেই সঙ্গে ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালানো হবে।

এ কর্মসূচিতে দেড় শ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩৬টি গাড়ি, কাউন্সিলর ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। গতকাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান তদারক করেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম দিন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স ধানমন্ডি সড়কে নালা, কালিয়াজুড়ি শহীদ মিনার সড়ক, ১ নম্বর ওয়ার্ডের মুন্সেফ কোয়াটার সড়ক, ২ নম্বর ওয়ার্ডের ছোটরা মফিজাবাদ কলোনি, ১০ নম্বর ওয়ার্ডের কুমিল্লা টাওয়ারের পেছনের সড়ক, ২৪ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট সড়ক, ১১ নম্বর ওয়ার্ডের নিমতলী সড়ক, নবাববাড়ি থেকে ফয়সাল হাসপাতাল পর্যন্ত সড়কে নালা পরিষ্কার ও সড়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় সড়কের দুই পাশ দখল করে বসা হকারদের মালামাল সরিয়ে ফেলা হয়।

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন আমাদের ওয়ার্ড ও নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। পাশাপাশি পরিবেশ সুন্দর রাখতে প্রতিটি নাগরিকেরও ভূমিকা পালন করতে হবে।’

কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. ইকরাম হোসেন ইকু বলেন, ‘প্রথম পর্যায়ে কয়েকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চলছে। এগুলো শেষ করে পরের ধাপে অন্য ওয়ার্ডে শুরু হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। সিটি মেয়র নিজেই প্রতিটি কাজ তদারকি করছেন।’

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘প্রতিদিন ১৪৬ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। এর মধ্যে সিটি করপোরেশনের ৬৫ কর্মী ও বাইরে থেকে ৮১ জনকে আনা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের ৩০টি যান ও ভাড়া করা ছয়টি যান দিয়ে বর্জ্য অপসারণের কাজ চলছে।’

সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘প্রতি বছরেই নগরীর ২৭টি ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চলছে। নালাগুলো পরিষ্কার করা হচ্ছে; পাশাপাশি ফুটপাতের অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। নগরী সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত