Ajker Patrika

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্ত্রী-সন্তানসহ ১০ জনের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্ত্রী-সন্তানসহ ১০ জনের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী-সন্তানসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আদালত ইমিগ্রেশন পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অপর ৯ জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান, ছেলে শাফি মোদাচ্ছির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, ওই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মনির হোসেন।

দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর স্ত্রী-সন্তান ও অধীন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত