Ajker Patrika

চাঁপাইয়ে নৌকার প্রার্থীর ভোট বর্জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ০০
চাঁপাইয়ে নৌকার প্রার্থীর ভোট বর্জন

চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের এক প্রার্থী। সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী মোহা. জাকারিয়া গতকাল বুধবার বেলা ১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

এ সময় বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে নৌকা প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন প্রার্থী মোহা. জাকারিয়া। তিনি আরও বলেন, ১ ও ৯ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডে নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী আরও বলেন, ভোট গ্রহণের কয়েক দিন আগে থেকেই প্রশাসনকে এ আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন তিনি। তারা তাঁকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস দিয়েছিল। কিন্তু সকাল থেকেই এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে পুলিশ ও নির্বাচন কর্মকর্তাকে জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। পরে দুপুর ১২টায় নির্বাচন কর্মকর্তা তাঁকে ফোন দিয়ে এজেন্ট পাঠানোর কথা বলেন। ওই সময়ে এজেন্ট পাঠিয়ে তিনি করবেন? তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী জাকারিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। পরে তাঁকে এজেন্ট পাঠানোর কথা বললেও এজেন্ট আসেননি বলে জানান চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া। এরপর তাঁর সঙ্গে আর কেউ কোনো যোগাযোগ করেনি বলে জানান তিনি। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে দাবি করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত