Ajker Patrika

সিসিকে পরিচ্ছন্নতা অভিযান

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩: ৪৮
সিসিকে পরিচ্ছন্নতা অভিযান

বর্ধিত এলাকাগুলোতে উন্নয়ন ও নাগরিক সেবা দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে কাজ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বর্ধিত এলাকার নাগরিকদের জীবনমানের উন্নয়নে সিসিক বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল সোমবার দুপুরে নগরীর বর্ধিত এলাকা মেজরটিলা ও ইসলামপুর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে যান মেয়র। অভিযান শেষে সিসিক মেয়র বলেন, নতুন যুক্ত হওয়া এলাকাসমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। এসব এলাকায় পানি নিষ্কাশন, বিশুদ্ধ খাবার পানির সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন ও সড়কবাতি স্থাপন, ফুটপাত নির্মাণসহ সব ধরনের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ২৬. ৫০ বর্গ কিলোমিটার থেকে বর্ধিত হয়ে সিলেট সিটি করপোরেশনের আয়তন এখন ৭৯.৪৯ বর্গ কিলোমিটার। সিসিকের সঙ্গে যুক্ত হওয়া নয়া এলাকাসমূহে নাগরিক সেবা প্রদান ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিতে সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন।

আয়তন বৃদ্ধি পাওয়ায় সিসিকের আয় যেমন বাড়বে, তেমনি সেবা ও উন্নয়ন খাতে ব্যয় সংকুলানও একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিসিক মেয়র বলেন, নগরবাসীর ধারাবাহিক সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই মহানগরে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে নাগরিক সেবা পৌঁছে দিতে সক্ষম হবে সিসিক।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, পরিচ্ছন্ন কর্মকর্তা মো. হানিফুর রহমানসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত