Ajker Patrika

হাসপাতাল পরিদর্শনে সাংসদ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ৪১
হাসপাতাল পরিদর্শনে সাংসদ

দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ পেয়ে সাংসদ মাশরাফি বিন মুর্তজা ঝটিকা সফরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকাল ৮টায় তিনি সেখানে যান। এরপর তিনি নড়াইলের চিত্রা নদীর ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন।

হাসপাতালে গিয়ে তিনি সংশ্লিষ্টদের দেখতে পাননি। হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ হয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তত্ত্বাবধায়ককে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সাংসদ মাশরাফি বিন মুর্তজা হাসপাতালে ঝটিকা সফরে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ওষুধ না দেওয়া, চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো হাজির না হওয়া, চিকিৎসক-কর্মচারীদের ছুটি না নিয়ে অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতালের সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান এ সময় রোগীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘হাসপাতাল গুলোতে বিভিন্নস্থান থেকে গরিব মানুষ আসে দূর-দুরান্ত থেকে। তাঁদের খাবার দেওয়া হয় না, অফিস করেন না ঠিকমতো চিকিৎসকেরা। আমার রোগীরা খাবার-ওষুধ পান না এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’

হাসপাতাল কর্তৃপক্ষকে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিকেলের মধ্যে জানানোর নির্দেশ দেন সাংসদ মাশরাফি বিন মুর্তজা।

নদীর ভাঙন পরিদর্শন: গতকাল শনিবার সকাল ১১টার দিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

ভাঙনে রূপগঞ্জ এলাকায় বেশ কিছু এলাকা ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া আশেপাশের এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী প্রায় ৩০টি বাড়ি ভাঙনের মুখে রয়েছে।

এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার বলেছিলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে তাৎক্ষণিকভাবে কয়েক হাজার হাজার জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন বন্ধ করতে হবে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।’

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমি ভাঙন এলাকা পরিদর্শন করতে এসেছি দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত