Ajker Patrika

৯ দিনেও মামলা রেকর্ড করেনি থানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২: ৩০
৯ দিনেও মামলা রেকর্ড করেনি থানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ে বাড়িতে দই না পাওয়ার জেরে কনের বাবাকে পিটিয়ে হত্যার ৯ দিনেও থানায় মামলা রেকর্ড হয়নি। ‘নিরুপায়’ হয়ে গত সোমবার আদালতে লিখিত অভিযোগ দিয়েছেন নিহত ইকবাল হোসেনের স্ত্রী জ্যোৎস্না বেগম।

এ বিষয়ে জানতে চাইলে জ্যোৎস্না বেগম বলেন, ‘পুলিশ প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে হত্যা মামলা রেকর্ড না করে আসামিদের সহযোগিতা করছে। নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশায় আমি জেলা আদালতে অভিযোগ দায়ের করেছি।’

গত ৫ অক্টোবর ইকবাল ও জ্যোৎস্না বেগম দম্পতির মেয়ে কারিমা আক্তারের সঙ্গে পাশের বিষ্ণাউড়ী গ্রামের পারভেজ মিয়ার বিয়ে হয়। সে দিন দই না পাওয়া নিয়ে কয়েকজন বরযাত্রীর সঙ্গে কনে পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। এর জেরে পরদিন ইকবালকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ৭ অক্টোবর ইকবালের স্ত্রী জ্যোৎস্না ১৭ জনের নামে কসবা থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি।

ইকবালের জামাতা পারভেজ বলেন, ‘হামলাকারীরা গ্রামের প্রভাবশালী। তাঁদের উগ্র আচরণের বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলতে চায় না।’ গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হরমুজ আলী বলেন, ‘হত্যাকারীরা উচ্ছৃঙ্খল ও নানা অপরাধের সঙ্গে জড়িত। অপরদিকে নিহত ইকবাল হোসেনের পরিবার অত্যন্ত নিরীহ। থানায় এই হত্যা মামলা রেকর্ড না হওয়ায় আমরা হতবাক হয়েছি।’

একই ওয়ার্ডের সাবেক সদস্য মো. মোরশেদ বলেন, ‘এ রকম বর্বরোচিত ঘটনা আমার জীবনে দেখি নাই। চায়ের দোকানে বসা অবস্থায় তাঁকে (ইকবাল) পিটিয়ে মারা হলো। এমন ঘটনার পরও মামলা না নেওয়া হলে মানুষ সুবিচারের আশায় যাবে কোথায়!’

জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন আসার অপেক্ষায় পুলিশ সুপারের সঙ্গে কথা বলে মামলা রুজু করা হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত