Ajker Patrika

পচা ইলিশে সয়লাব বাজার

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৯: ৩০
পচা ইলিশে সয়লাব বাজার

২২ দিন নিষেধাজ্ঞা শেষে পচা ইলিশে সয়লাব পটুয়াখালীর বাউফল উপজেলার মাছের বাজারগুলো। পচা ইলিশ কিনতে অনেক ক্রেতা অনীহা দেখালেও অপেক্ষাকৃত দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পচা ইলিশের দিকেই ঝুঁকছেন।

জানা গেছে, সরকার নির্বিঘ্নে প্রজননের জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মা ইলিশ বিক্রি, মজুত, শিকার, ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করলেও এটা অমান্য করে কিছু অসাধু জেলে ইলিশ শিকার করেছেন।

সরেজমিনে গতকাল মঙ্গলবার উপজেলার কালাইয়া মাছের বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা পেট ভর্তি ডিমওয়ালা দেড় থেকে আড়াই কেজি ওজনের ইলিশ নিয়ে বসে আছেন। দীর্ঘদিন বরফ দিয়ে সংরক্ষণ করে রাখায় অধিকাংশ ইলিশ লালচে হয়ে গেছে। কিছু মাছ দুর্গন্ধ ছড়াচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন নিষেধাজ্ঞার সময় কিছু জেলে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করেন। সে ইলিশ স্থানীয় কিছু ব্যবসায়ী চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের বাড়িতে মাটি খুঁড়ে, ককসিটে কিংবা বরফ দিয়ে ইলিশ মজুত করে রেখেছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে ওই মাছ এখন বাজারে বিক্রি করছেন। তবে পচা ইলিশের পাশাপাশি তাজা ইলিশ মাছও লক্ষ্য করা গেছে, যা সোমবার গভীর রাত থেকে শিকার হয়েছে।

বাজারে মাছ কিনতে আসা একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি অম্লান সাহা বলেন, ‘এত দিন পুকুর, ডোবা নালার মাছ কিনে খেয়েছি। বাজারে আসলাম নদীর মাছ কিনতে। যা দেখি তার সবই ইলিশ। এর অধিকাংশ পচা। তবে ১ কেজি সাইজের তাজা ইলিশের দাম ১৪ শ টাকা, অপরদিকে দেড় থেকে আড়াই কেজি সাইজের ইলিশ কেজি ৬-৭ শ টাকায় বিক্রি হচ্ছে।’

শেষমেশ অম্লান সাহা ইলিশ না কিনে তেঁতুলিয়া নদীর তাজা পোয়া মাছ কিনে বাড়ি ফিরেছেন।

শিক্ষক সুলতান আহম্মেদ বলেন, ‘বাজারে যে ভাবে পচা, দুর্গন্ধ ছড়ানো ইলিশ দেখা গেছে, তাতে ওই মাছ না কিনে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছি।’

কালাম মিয়া নামে এক দিনমজুর বলেন, ‘ভালো ইলিশ কিনে খাওয়ার সামর্থ্য নেই। তাই কম দামের পচা ইলিশ কিনে নিচ্ছি। বাজারের নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেশি। এই সুযোগে ইলিশের দাম কম পেয়ে কিনে নিলাম। পচা ইলিশ খেলে পেটে পীড়া হতে পাড়ে এমন প্রশ্ন করলে বলেন, খুব বেশি পচা না। ভাজি খাইলে কিছু হবে না।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, ‘চলতি নিষেধাজ্ঞা সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে অসাধু জেলেরা নদীতে না নামতে পারে। তারপরও প্রয়োজনীয় লোকবলের কারণে কিছু জেলে এই সুযোগ ব্যবহার করে নদীতে নামতে পারে।’

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘পচা ইলিশ খাওয়া মোটেই ঠিক হবে না। এ ধরনের মাছ খেয়ে পেটের পীড়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত