Ajker Patrika

পরিবেশকর্মীদের ফাঁদে আটকা পাখি বিক্রেতা

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২০
পরিবেশকর্মীদের ফাঁদে আটকা পাখি বিক্রেতা

সিলেট মহানগরে রাসেল মিয়া (৩৭) নামে নিষিদ্ধ পাখি ও বন্যপ্রাণী বিক্রেতাকে গতকাল শনিবার আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে খাঁচায় বন্দী দুটি বানর ও দুটি বালি হাঁস উদ্ধার করা হয়।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বালি হাঁস ও কালিম পাখিপ্রেমীদের আড্ডা’ নামে একটি গ্রুপে বিভিন্ন প্রাণী বিক্রির জন্য পোস্ট দিতেন রাসেল মিয়া। এই পোস্ট দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করে পাখিসহ বিভিন্ন প্রাণী কিনত অনেকে। এক দিন পোস্টটি নজরে পড়ে পরিবেশকর্মীদের।

এরপর রাসেল মিয়াকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম ও পরিবেশ কর্মী অরুপ শ্যাম। সিলেট বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় রাসেল মিয়াকে হাতেনাতে ধরতে অভিযানে অংশ নেয় র‍্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের আলাদা দল।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে রাসেল মিয়াকে আটক করে র‍্যাব-৯। এ সময় তাঁর কাছ থেকে খাঁচায় বন্দী দুটি বানর ও দুটি বালি হাঁস উদ্ধার করা হয়।

বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম বলেন, প্রাণী কিনতে আগ্রহী ক্রেতাদের যোগাযোগের পর একটি চক্র যাচাই-বাছাই করেই এসব বন্যপ্রাণী বিক্রি করতে সম্মত হয়। গত শুক্রবার রাসেলের সঙ্গে যোগাযোগ করার পর বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে দুটি বানর ও দুটি বালি হাঁস বিক্রির জন্য দরদাম হয়। এরপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে গতকাল শনিবার সকাল থেকে নগরের শাহী ঈদগাহ এলাকায় অবস্থান করেন তাঁরা। বিক্রেতা রাসেল বানর ও বালি হাঁস নিয়ে আসার পর বেশ কয়েকবার অবস্থান পরিবর্তন করে অবশেষে শাহী ঈদাগাহ এলাকার একটি দোকানে আসতে বলেন। সেখানে যাওয়ার পর বন বিভাগের কর্মকর্তা ও র‍্যাবের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরিবেশকর্মী অরুপ শ্যাম বলেন, বন্যপ্রাণী আটক করে ক্রয়-বিক্রয় করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এরপরও একটি চক্র এসব কাজ করে চলেছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। চক্রটি ফেসবুকে ‘পাবলিকলি’ পোস্ট দিয়ে এসব ব্যবসা করলেও সেটির দিকে কেউ নজর দিচ্ছে না।

এ বিষয়ে বন বিভাগ সিলেট টাউন রেঞ্জার মো. শহিদুল্লাহ বলেন, ‘দুটি বানর ও বালি হাঁসসহ একজনকে আটক করে র‍্যাবের সদস্যরা আমাদের কাছে গতকাল শনিবার বিকেলে হস্তান্তর করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আজ রোববার মামলা করার পর আদালতে প্রেরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত