Ajker Patrika

বরিশাল অঞ্চলের ১০ শিক্ষার্থীকে সম্মাননা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ২৭
বরিশাল অঞ্চলের ১০ শিক্ষার্থীকে সম্মাননা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ১২তম স্নাতক গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

১২ তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ এর বরিশাল অঞ্চলের আহ্বায়ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান চিন্ময়ী পোদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন, ১২ তম স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২১ বরিশাল অঞ্চলের সদস্যসচিব গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, সহকারী অধ্যাপক ড. শফিউল আলম, সহকারী অধ্যাপক হেনা রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আহমেদ ফয়সালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী ১২ তম স্নাতক গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। বরিশাল বিভাগের আঞ্চলিক পর্বটি গত ২৬ নভেম্বর সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ৬টি বিশ্ববিদ্যালয় ও ৯টি কলেজের ১১৫ জন শিক্ষার্থী অংশ নেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...