Ajker Patrika

৮ কোটি টাকার চোরাই পোশাক জব্দ, আটক ৫

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ১৯
৮ কোটি টাকার চোরাই পোশাক জব্দ, আটক ৫

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে একটি বাল্কহেড প্রায় আট কোটি টাকার চোরাই পোশাক জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ পোশাকের মধ্যে রয়েছে, ২৪ হাজার ৫২৬টি বিদেশি শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, শাল ও ওড়না।

গতকাল মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-বাগেরহাট জেলার নুর ইসলাম (৩৬), মো. আসাদুজ্জামান (৩৮), রফিকুল ইসলাম (৩০) ও মো. শহীদ (৪০) এবং বরিশাল জেলার হিজলা উপজেলার মো. লিটন (৩৬)।

জানা গেছে, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের মেঘনা নদীতে বলগেট থেকে বিদেশি মালামাল জব্দ ও পাঁচজনকে আটক করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৭টি বিদেশি শাড়ি, এক হাজার ২২টি থ্রি-পিস, ৯৪৫টি লেহেঙ্গা, পাঁচ হাজার ৭৯২টি শাল ও এক হাজার ৪০০টি ওড়না। উদ্ধার করা মালামাল ও আটক ব্যক্তিদের গতকাল মঙ্গলবার সকালে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত