Ajker Patrika

শালিখায় কৃষি উপকরণ বিতরণ

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
শালিখায় কৃষি উপকরণ বিতরণ

মাগুরার শালিখায় উপজেলার তালখড়ি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের ২০ পরিবারের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং অলটারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এডিআই) সংগঠনের আয়োজনে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিফ-উল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, এডিআইয়ের কৃষি ইউনিট কর্মকর্তা রাশেদুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, এডিআইয়ের মৎস্য কর্মকর্তা নুর আমিন মুকুলসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।

এ সময় ২০ পরিবারের নারী সদস্যের হাতে ১০ কেজি ব্রি-৮১ ধানবীজ, বীজ সংরক্ষণের জন্য ৩টি প্লাস্টিকের ড্রাম, ৩টি টিনের ড্রামসহ মাটির কলস, পলিথিন ও মোমবাতি তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত