Ajker Patrika

মিশ্র ফসলে আগ্রহ বাড়ছে

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১২: ৫৯
মিশ্র ফসলে আগ্রহ বাড়ছে

গঙ্গাচড়ার কৃষকদের মধ্যে রিলে ক্রপিং অর্থাৎ মিশ্র ফসল চাষের আগ্রহ তৈরি হচ্ছে। অতিরিক্ত আয়ের মুখ দেখায় এমন চাষাবাদে দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ বানিয়াপাড়া গ্রামের চাষিরা মিশ্র ফসলের চাষে সব থেকে বেশি ঝুঁকেছেন।

কথা হয় ভূটকা গ্রামের চাষি মোকলেছার মিয়ার সঙ্গে। তিনি জানান, আগে তাঁদের এলাকার জমিতে মাত্র দুটি ফসল হতো। রোপা আমন ধান এবং ভুট্টা অথবা আলুর মধ্যে যেকোনো একটি জাতের ফসল চাষ করা যেত। এর কারণ হচ্ছে এখানকার চাষাবাদের জমিগুলো একেবারেই নিচু।

মিশ্র চাষ বিষয়ে মোকলেছার বলেন, ‘আমি ১০ বছর আগে নিজের বুদ্ধিতেই রোপা আমন ধান তোলার পর জমি প্রস্তুত করে আলুর বীজ লাগাই। পরে আলুগাছের বয়স ৬০ দিন হলে খেতে শেষ সেচ দেওয়ার কয়েক দিন আগে গাছগুলো লাঙল দিয়ে টেনে ভুট্টার বীজ ফেলানো হয়। ৩০ দিনের মাথায় ভুট্টার গাছগুলো বড় হয়ে উঠে। এদিকে আলুর বয়স ৯০ দিন হলে তা জমি থেকে তুলে নেওয়া হয়। পরে আগাম জাতের ভুট্টার সঙ্গে আমি এ ভুট্টা তুলে নেই। এই কাজে বাড়তি সার দিতে হয়নি। ফলনও ভালো হওয়ায় তখন থেকে আমি জমিতে এ ধরনের মিশ্র ফসল চাষ করে আসছি। আমাকে দেখে অনেকে এভাবে ফসল ফলানো শুরু করেন।’

কৃষক দিলীপ রায় জানান, তিনি ১০০ শতক জমিতে আলুর আবাদ করে পান ২০০ বস্তা আলু, যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এই ফসল চাষে তাঁর ব্যয় হয়েছে ৮০ হাজার টাকা। এই আলুর সঙ্গে মিশ্র ফসল চাষের মাধ্যমে যে ভুট্টা তিনি পাবেন তা হবে কমপক্ষে ১২০ মণ। এই ভুট্টায় কোনো প্রকার ব্যয় ছাড়াই পাওয়া যাবে সর্বনিম্ন ৭২ হাজার টাকা হবে।

দিলীপ রায় বলেন, ‘এ ফসলটি আমরা কোনো প্রকার খরচ ছাড়া পেলাম। তাহলে আমরা এভাবে চাষ না করে কী করব? মিশ্র চাষে কম সময়ে ভালো ফসল মিলে।’

কোলকোন্দ ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের মিশ্র ফসল চাষি ফনি রায় বলেন, ‘যেখানে আমাদের দুটা ফসল জমি থেকে উঠতে না উঠতেই জল এসে জমি ডুবে যেত, সেখানে এখন জল আসার আগেই আমরা তিন জাতের ফসল ঘরে তুলতে পারছি। ভুট্টাটা আমরা ফাউ ফসল হিসেবে পাচ্ছি। তবে আমাদের যদি সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা করা হতো, তাহলে আমরা আরও ভালো কিছু চাষাবাদ করতে পারতাম।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘কীভাবে জমিতে কম খরচে ভালো ফলন পাওয়া যায়, সে বিষয়ে আমরা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত