Ajker Patrika

বাগেরহাটে ২৫ জনের করোনা শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬: ০০
বাগেরহাটে ২৫ জনের করোনা শনাক্ত

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুযায়ী জেলায় করোনার সংক্রমণের হার ছিল ৩২ দশমিক ০৫ শতাংশ। গতকাল সোমবার দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনাক্ত ২৫ জনের মধ্যে মোল্লাহাটে ছয়জন, ফকিরহাটে সাতজন, মোংলায় দুজন, চিতলমারীতে তিনজন, কচুয়াতে একজন এবং সদর উপজেলায় ছয়জন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে জেলায় গত এক সপ্তাহে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় ৭ হাজার ১৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪ জন।

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এতে জেলায় সংক্রমণের হার নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি আবারও সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত