Ajker Patrika

সড়কের আবর্জনা ও ঝোপঝাঁড় পরিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৫৫
সড়কের আবর্জনা ও ঝোপঝাঁড় পরিষ্কার

ঝালকাঠি শহরের একটি সড়কের এক কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা ও ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়েছে। ছিটানো (স্প্রে) হয়েছে মশা নিধনের ওষুধ। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক দুজন ফেলোর উদ্যোগে পৌর কর্তৃপক্ষ এই কার্যক্রম সম্পন্ন করে। এতে সহযোগিতা করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনৈতিক ফেলো ফাতেমা বেগম মুক্তা। লিখিত বক্তব্যে জানানো হয়, ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যচাঁদকাঠির এক কিলোমিটার একটি সড়ক দীর্ঘ দিন ধরে ময়লা আবর্জনা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ ছিল। এতে মশার উপদ্রব বেড়ে যায়। দুর্ভোগে পড়ে সড়কটির পাশে বসবাসকারী তিন হাজার বাসিন্দা। বিষয়টি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোদের নজরে আসে। স্থানীয় ৪৫ জন বাসিন্দাকে দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য পৌর মেয়রের কাছে আবেদন করা হয়। মেয়রের নির্দেশে গত ২২ ও ২৩ নভেম্বর সড়কটি পরিষ্কার করা হয়। এতে সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত