Ajker Patrika

ফ্ল্যাগম্যানের ভুলে দীর্ঘ যানজট

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ০৪
ফ্ল্যাগম্যানের ভুলে দীর্ঘ যানজট

তারাকান্দার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কালভার্ট নির্মাণের ফ্ল্যাগম্যানের ভুলের কারণে বেশ কয়েক ঘণ্টা মানুষের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বলে জানা গেছে। মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটে আটকে পড়ে শত শত গাড়ি। পরে যানজট নিরসনে কাজ শুরু করে তারাকান্দা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল।

জানা গেছে, ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের উন্নয়নকাজ চলছে। এর অংশ হিসেবে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর ওয়াপদা মোড় কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ায় এক পাশে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্য পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। রাস্তার দুই পাশে দুজন ফ্ল্যাগম্যান থাকলেও কিছুক্ষণের জন্য একজন চলে যাওয়ায় গাড়ির জট বেঁধে যায়। রাতে এই প্রতিবেদন লেখার সময় যানজট অব্যাহত ছিল।

গোলাপপুর থেকে কোদালধর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজটে দাঁড়িয়ে থাকে শত শত পরিবহন। তীব্র ভোগান্তিকে পড়েন চালক ও যাত্রীরা।

ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের চালক রুবেল মিয়া বলেন, ‘তিন ঘণ্টা ধরে রুপচন্দ্রপুর যানজটের মধ্যে আটকা পড়েছি। গাড়ি কোনো দিকে যাচ্ছে না। যাত্রী অনেকেই চলে গেছে বাস থেকে নেমে।’

কোদালধর বাজারে আটকা পড়া সোনার বাংলা পরিবহনের চালক আশরাফুল ইসলাম বলেন, ‘যে যানজটে পড়েছি আল্লাহই জানে, কখন ছাড়বে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দেখা যাক কী হয়।’

শেরপুরগামী যাত্রী আসমা আক্তার বলেন, ‘তিন ঘণ্টা ধরে যানজটে বসে আছি। উন্নয়নকাজ হলে ভোগান্তি হয় জানি। কিন্তু এমন কষ্টের মধ্যে পড়তে হবে ভাবিনি। শিশুটা কান্নাকাটি করছে বারবার।’

ময়মনসিংহগামী শরাফ উদ্দিন বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি আছে। কিন্তু আমি যানজটে আটকে আছি। রোগীর অবস্থাও ভালো নয়। সবকিছু একটু শৃঙ্খলার মধ্যে করলে মানুষের ভোগান্তি পোহাতে হয় না।’

এ বিষয়ে রুপচন্দ্রপুর রানা বিল্ডার্সের ইঞ্জিনিয়ার ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘কালভার্ট নির্মাণের দুপাশে ফ্ল্যাগম্যান থাকে। কিন্তু আমি একটু বাইরে যাওয়ায় একজন ফ্ল্যাগম্যান চলে গেলে যানজটের সৃষ্টি হয়। এ জন্য আমরা দুঃখিত। আমরাও মানুষের ভোগান্তি নিরসনে কাজ করছি।’

জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘উন্নয়নকাজ চলায় চালকেরা সিগন্যাল মানেনি। ফলে প্রায় সময়ই যানজট লাগে। অনেক বড় যানজটে ভোগান্তির খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে নিরসনে কাজ করছি। দীর্ঘ যানজট নিরসনে একটু সময় লাগবে। তবে এক পাশে ১০ মিনিট করে গাড়ি ছেড়ে অন্য পাশ বন্ধ করে গাড়ি ছাড়া হচ্ছে। চেষ্টা করছি দ্রুত ভোগান্তি নিরসনের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত