Ajker Patrika

জামালপুরে শত্রুতার বলি হলো লিচুগাছ

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ১৯
জামালপুরে শত্রুতার বলি হলো লিচুগাছ

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুরে লিচু বাগানের ১৭টি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাগানের মালিক কাজী মিজানুর রশিদ লিটন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার এজাহারে জানা যায়, গত ৭ জানুয়ারি বেলা ১১টায় মনিরুজ্জামান মনির নেতৃত্বে ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে লিটনের লিচু বাগানে হানা দেয়। এ সময় বাগানটি দখল করে নিতে ২০-২২ বছর বয়সী ১৭টি লিচু গাছ কেটে ফেলে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আশপাশের লোকজন গাছ কাটতে বাঁধা দিতে আসলে তাদেরকে খুন করার হুমকি দেওয়া হয়।

মামলার বাদী কাজী মিজানুর রহমান লিটন বলেন, আমার পৈতৃক সূত্র পাওয়া জমিতে ২২ বছর ধরে লিচুর বাগান করে আসছি। বছরে ৩-৪ লাখ টাকার লিচু বিক্রি করে সংসার চালিয়ে আসছি। গত কয়েক দিন ধরে মনিরুজ্জামান মনি তাঁর লোকজন নিয়ে আমার বাগানের জমি দাবি করে আসছিল। এর অংশ হিসেব গত শুক্রবার বেলা ১১টায় অস্ত্র নিয়ে বাগানে হানা দিয়ে ১৭টি লিচু গাছ কেটে ফেলে। এই ঘটনায় মনিরুজ্জামান মনি, কাজী লোটন, মো. তারেক, নয়া মিয়া, কাজী জানে আলম এবং লোটাস এই ৭ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে লোটাস বলেন, মামলার বাদী লিটন এবং মনি চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে মনির জমি বেদখল করে লিচু বাগান করে আসছিল। এই নিয়ে বিচার সালিস হয়েছে। জমি না ছেড়ে নিজেই গাছ কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত