Ajker Patrika

রাতের আঁধারে ১৪ কৃষকের পেঁয়াজখেত নষ্ট করল দুর্বৃত্তরা

বাঘা প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ৪১
রাতের আঁধারে ১৪ কৃষকের পেঁয়াজখেত নষ্ট করল দুর্বৃত্তরা

রাজশাহীর বাঘায় রাতের আঁধারে খেতের পেঁয়াজ নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে কে বা কারা উপজেলার বাউসা ইউনিয়নের টলটলিপাড়া, চকরপাড়া ও ভেড়ালীপাড়ায় পেঁয়াজখেত নষ্ট করে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া, বাউসা চকরপাড়া ও বাউসা ভেড়ালীপাড়া গ্রামের ১৪ জন কৃষক নিজ নিজ জমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ করেছেন। এসব জমির পেঁয়াজ উপড়ে ফেলা হয়েছে। কিছু জমির রসুন ও পেঁয়াজ কেটে নষ্ট করা হয়েছে। আবার কিছু কিছু জমির পেঁয়াজ পা দিয়ে পিষে দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার সকালে বাউসা ভেড়ালীপাড়ার ক্ষতিগ্রস্ত পেঁয়াজচাষিরা বলেন, কে বা কারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, সেটি তাঁরা বুঝতে পারছেন না। খেতের মালিকেরা নিজ নিজ জমিতে চিরকুট পেয়েছেন।

ক্ষতিগ্রস্ত পেঁয়াজচাষিদের একজন বাউসার ভেড়ালীপাড়ার পল্টু মিয়া। তিনি ৩০ হাজার টাকায় জমি লিজ নিয়ে দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। কথা বলে জানা গেল, তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছেন। অনেক ক্ষতি হয়ে গেল জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, ‘এ বিষয়ে পেঁয়াজচাষিরা আমাকে জানিয়েছেন। পাশাপাশি জমিতে ফেলে যাওয়া চিরকুট দেখিয়েছেন।’

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত