Ajker Patrika

রাজনীতির ফাঁদে ৮ ইউপি

খান রফিক, বরিশাল
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৫
রাজনীতির ফাঁদে ৮ ইউপি

দেশের তৃণমূলে নির্বাচনী ডামাডোল বাজলেও বরিশালের মেঘনা ঘেরা উপজেলা মেহেন্দীগঞ্জের চিত্র উল্টো। সেখানকার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) মেয়াদ উত্তীর্ণ হলেও ভোট হচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অভিযোগ, রাজনীতির ফাঁদে আটকে গেছে মেহেন্দীগঞ্জের ওই ৮টি ইউপির ভোটগ্রহণ। নেপথ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যানরা।

৮টি ইউপির মধ্যে ৬টিতে নদীভাঙনের অজুহাতে আর দুটিতে খুনের মামলায় নির্বাচন হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই ৮টি ইউপি হচ্ছে চরগোপালপুর, জাঙ্গালিয়া, চানপুর, বিদ্যানন্দপুর, জয়নগর, দড়িরচর-খাজুরিয়া, উলানীয়া উত্তর ও উলানীয়া দক্ষিণ। এর ফলে এসব ইউনিয়নে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

চলতি বছরের ১৭ অক্টোবর মেহেন্দীগঞ্জের চরগোপালপুর ইউনিয়নের শাহিন আলম মন্টু মাঝি উপজেলার চরগোপালপুর, জাঙ্গালিয়া, চানপুর, বিদ্যানন্দপুর, জয়নগর ইউপির ওয়ার্ড পুনর্নির্ধারণের আবেদন করেন নির্বাচন কমিশনে। এর প্রেক্ষিতে ৩১ অক্টোবর নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. মোশাররফ হোসেন মেহেন্দীগঞ্জের ৫টি ইউপিতে নদীভাঙনের কারণে ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেন। এ ছাড়া দড়িরচর-খাজুরিয়া ইউপির নির্বাচনও নদী ভাঙনের অজুহাতে আটকে আছে।

যদিও বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম গত ৩১ অক্টোবর অপর এক চিঠিতে ৪র্থ ও ৫ম ধাপে বরিশালের নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানান নির্বাচন কমিশনের সচিবকে। সংযুক্তি হিসেবে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দুই পাতার চিঠিও পাঠানো হয়েছে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেন্দীগঞ্জের মেয়াদ উত্তীর্ণ ইউনিয়নে ভোট অনুষ্ঠানে দুই দফায় সুপারিশও করেছে স্থানীয় প্রশাসন।

জাঙ্গালীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী বলেন, তার এলাকা নদীভাঙনে বিলীন হয়েছে। ৪ বছর ধরে গুচ্ছগ্রামে ভাঙনের কারণে দুস্থদের ওঠানো যাচ্ছে না। যদিও সেখানে বরাদ্দ হয়েছে। তিনি বলেন, বন্যার কারণে নির্বাচন বিলম্ব হচ্ছে। তার বিরুদ্ধে গুচ্ছগ্রামসহ নানা সেক্টরে অনিয়মে দুদকে অভিযোগ দেওয়া প্রসঙ্গে বলেন, এগুলো মিথ্যা।

তবে জাঙ্গালীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার বলেন, এ ইউপিতে প্রথম ধাপেই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু নদীভাঙনের অজুহাতে অভিযোগ দিয়ে ভোটে বাধাগ্রস্ত করছে একটি মহল। মেয়াদ শেষ হলেও বহাল থাকায় জনপ্রতিনিধিরা যেমন ইচ্ছে তেমন চালাচ্ছে। যে কারণে জনগণ নাগরিক সুবিধাবঞ্চিত হচ্ছেন।

দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাদের বয়াতি বলেন, তাঁর ইউপিতে জানুয়ারিতে ভোট হওয়ার কথা ছিল। এখন বর্তমান চেয়ারম্যানের কৌশলে নদীভাঙন দেখিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু ওই এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মাসের পর মাস যদি ক্লাসে আসতে পারে তাহলে কেন একটা দিন নির্বাচন কমিশন ভোট নিতে পারবে না। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জনগণ চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ীকে মানতে চান না। তেমনি তাঁর কাছ থেকে সেবাও পান না।

এ ইউপির সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাচ্চু দেওয়ান বলেন, গত ৫ বছরে ইউপি সদস্যেরা কোনো কাজ করতে পারেননি চেয়ারম্যানের কারণে।

এ বিষয়ে জানতে দড়িরচর খাজুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ীকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে উলানীয় উত্তর ও দক্ষিণে গত বছর তফসিল ঘোষণা হলেও রাজনৈতিক বিরোধে খুনোখুনির কারণে তা স্থগিত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেছেন, সেখানে প্রশাসক বসিয়ে দেওয়া হলেও তাঁরা এলাকায় থাকনে না।

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, নদী ভাঙনে ওয়ার্ড বিলীন হয়েছে এমন দাবি করে স্থানীয় চেয়ারম্যানরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন। তারা ওয়ার্ডগুলোর পুনর্বিন্যাস চেয়েছেন। যে কারণে মেহেন্দীগঞ্জের মেয়াদ উত্তীর্ণ ৬টি ইউপিতে এখনো তফসিল ঘোষণা করা হয়নি। আরও দুটি ইউপিতে মামলার কারণে ভোট হচ্ছে না। তারা ৬ষ্ঠ পর্বের তফসিলের দিকে তাকিয়ে আছেন।

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী বলেন, জনপ্রতিনিধিরা নদী ভাঙনসহ নানা অভিযোগ দিয়েছে। তবে জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত হচ্ছে কি না সেসব বিষয় নজরে রাখছেন। উলানীয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদে মামলা জটিলতায় তফসিল হয়েও ভোট করা যায়নি। সেখানকার প্রশাসকদের নাগরিক সুবিধা নিশ্চিতে তাগিদ দেওয়া হয়েছে। দুই ইউপি সচিবকে উত্তর ও দক্ষিণে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...