Ajker Patrika

‘ছেলের দুই বউ এখন ঘরের লক্ষ্মী’

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫: ৪৪
‘ছেলের দুই বউ এখন ঘরের লক্ষ্মী’

‘বয়স ও আবেগের কারণে ছেলে ভুল করেছে। তাই বলে কি আমি তাকে ফেলে দেব? সুবিধাবাদী মহলের কারণে আমাদের এই পরিস্থিতি। ভগবান একজন আছেন, তিনি দেখবেন, আমি নিরাশ হইনি। ছেলের দুই বউ এখন আমার ঘরের লক্ষ্মী।’ কথাগুলো বলেন একই সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করা যুবকের বাবা যামীনি চন্দ্র বর্মণ।

২০ এপ্রিল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদুয়ার গ্রামে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেন রোহিনী চন্দ্র বর্মণ রনি (২৫)। বিয়ের পর তিনি দুই প্রেমিকাকে ঘরেও তোলেন।

এ ঘটনার পর তাঁদের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দূর-দূরান্ত থেকে অনেকে এসে রোহিনীর বাড়িতে জোড়া বউ দেখতে ভিড় জমাচ্ছেন।

রোহিনীর প্রথম স্ত্রী ইতি রানী একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। দ্বিতীয় স্ত্রী মমতা রানী ইউনিয়নের উত্তর লক্ষ্মীদুয়ার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।

যামীনি চন্দ্র রায় বলেন, ‘এত দিন আমার দুই ছেলেমেয়ে ছিল, এখন থেকে চার ছেলেমেয়ের বাবা আমি।’

এ বিষয়ে রোহিনী বলেন, ‘আমি ডিপ্লোমা করে বিএসসিতে ভর্তি হয়েছি, সঙ্গে চাকরির খুঁজছি। মনের অজান্তে কখন যে ভালোবাসা হয়ে গেল, এর পরিণতি এমন হবে ভাবতেই পারিনি।’

জানা গেছে, সম্পর্কের জেরে ইতি রানীকে রোহিনী মন্দির গিয়ে বিয়ে করেন এবং তাঁরা বিয়ের কথা গোপন রাখেন। এদিকে রোহিনী নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মমতা রানীর সঙ্গে। ১২ এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে মমতার বাড়ির লোকজন তাঁকে আটকিয়ে রোহিনী ও মমতাকে বিয়ে দেন। এদিকে রোহিনীর নতুন বিয়ের খবর শুনে গত বুধবার সকালে তাঁর বাড়িতে অনশন শুরু করেন ইতি। পরে রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুনরায় আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর বিয়ে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত