Ajker Patrika

মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪
মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কয়েকটি পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন। এ সময় তাঁরা এ হয়রানি থেকে মুক্তি চেয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজাপুর গ্রামের বাসিন্দা মিলন হোসেন। এ সময় অন্য ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

মিলন বলেন, ‘রাজাপুর গ্রামের সুমন হোসেনের পরিবারের সঙ্গে আমাদের একটা জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলছে আদালতে। এর রায় ইতিমধ্যে আদালত আমাদের পক্ষে দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা ওই জমির দখল নিতে গেলে বিবাদ বাধে। আর এ বিবাদ ও স্থানীয়ভাবে তাঁরা কোনো সুবিধা করতে না পেরে আদালতে ও থানায় আমাদের বিরুদ্ধে সুমন তাঁর স্ত্রী দুলালী খাতুনকে দিয়ে মামলা করাতেই আছেন। তাঁরা বলছেন, ওই জমি না ছাড়া পর্যন্ত এভাবে মামলা দিতেই থাকবেন। গত বছরের ২৩ সেপ্টেম্বর দুলালী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলায় গত ১৪ নভেম্বর আদালতে হাজিরা দিতে গেলে আদালত কারাগারে পাঠান। গত ৯ ডিসেম্বর জামিনে বের হই। এর মধ্যে দুলালী আবারও আমাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। যাতে করে আমরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নিকট আমরা ওই সব মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ’

মিলন বলেন, মামলায় দোষী হলে দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় মাথা পেতে নেবে। অন্যদিকে মামলা মিথ্যা প্রমাণিত হলে তাঁদের (বাদী) দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে দুলালীর স্বামী সুমন হোসেন বলেন, ‘কাউকে হয়রানির জন্য মামলা করা হয়নি। এ ছাড়া মামলা মিথ্যাও না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত