রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশন আয়োজিত ‘লাশের মিছিল’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও প্রক্টরিয়াল বডির সদস্যদের বাধার কারণে কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এদিকে, ‘প্রধানমন্ত্রীর সরকার, রাজাকার সরকার’ লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনকে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে শামসুজ্জোহা চত্বরে এসে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। তবে এর কিছুক্ষণ পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাঁদের প্ল্যাকার্ড নিয়ে যান।
ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের আহ্বায়ক জিন্নাত আরা বলেন, ‘দেশব্যাপী সড়কে শিক্ষার্থীরা নিয়মিত প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় নিরাপদ সড়কের দাবি এবং রামপুরায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আমরা লাশের মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু কর্মসূচির শুরুতে সহকারী প্রক্টর এসে আমাদের প্ল্যাকার্ড নিয়ে যান। ফলে আমাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।’ জিন্নাত আরা অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমাদের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে বলেন, “কি করো তোমরা? মেরে শোয়ায়ে দিবে একবারে।”’
খোঁজ নিয়ে জানা যায়, দাঁড়িয়ে থাকা যুবকেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুখলেছুর রহমান বলেন, ‘আজ পয়লা ডিসেম্বর, স্বাধীনতার মাস। এ ছাড়া জাতির পিতার জন্মশতবর্ষ চলছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কটূক্তিমূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে লাইভ করা হয়। বিষয়টি দেখে আমি উপস্থিত সবার উদ্দেশে কথাটি বলেছি।’
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে।
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশন আয়োজিত ‘লাশের মিছিল’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও প্রক্টরিয়াল বডির সদস্যদের বাধার কারণে কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এদিকে, ‘প্রধানমন্ত্রীর সরকার, রাজাকার সরকার’ লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনকে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে শামসুজ্জোহা চত্বরে এসে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। তবে এর কিছুক্ষণ পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাঁদের প্ল্যাকার্ড নিয়ে যান।
ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের আহ্বায়ক জিন্নাত আরা বলেন, ‘দেশব্যাপী সড়কে শিক্ষার্থীরা নিয়মিত প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় নিরাপদ সড়কের দাবি এবং রামপুরায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আমরা লাশের মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু কর্মসূচির শুরুতে সহকারী প্রক্টর এসে আমাদের প্ল্যাকার্ড নিয়ে যান। ফলে আমাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।’ জিন্নাত আরা অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমাদের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে বলেন, “কি করো তোমরা? মেরে শোয়ায়ে দিবে একবারে।”’
খোঁজ নিয়ে জানা যায়, দাঁড়িয়ে থাকা যুবকেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুখলেছুর রহমান বলেন, ‘আজ পয়লা ডিসেম্বর, স্বাধীনতার মাস। এ ছাড়া জাতির পিতার জন্মশতবর্ষ চলছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কটূক্তিমূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে লাইভ করা হয়। বিষয়টি দেখে আমি উপস্থিত সবার উদ্দেশে কথাটি বলেছি।’
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫