Ajker Patrika

বকেয়া ভাতার দাবিতে অবসরপ্রাপ্ত কর্মীদের সভা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৬: ৩৪
বকেয়া ভাতার দাবিতে অবসরপ্রাপ্ত কর্মীদের সভা

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া ভাতার দাবিতে সভা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরের তেঁতুল তলায় ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে এই সভা হয়।

সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, মো. রফিক উদ্দিন মোল্যা প্রমুখ বক্তব্য দেন।

তাঁদের অভিযোগ, ফরিদপুর চিনিকলের প্রায় ৩০০ শ্রমিক, কর্মচারীর ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন, মজুরি ও বেতন স্কেলের বকেয়াসহ প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ফরিদপুর চিনিকলের কাছে এখনো প্রায় ২৩ কোটি ৭৫ লাখ টাকা পাওনা রয়েছে।

বক্তারা বলেন, ছয়-সাত বছর আগে অবসর নিলেও পাওনা টাকা পাচ্ছেন না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত