আজকের পত্রিকা ডেস্ক
গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক জোয়াল থেকে মুক্ত হয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় একগুচ্ছ নতুন দেশ। তবে বি-ঔপনিবেশিকায়নের ওই যুগ সামরিক অভ্যুত্থানের জন্যও বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয়। তবে ২০ বছর খানিকটা স্থিতিশীল থাকার পর চলতি বছর বিশ্বে সামরিক অভ্যুত্থান বেড়েছে।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে আটক করে মিয়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, গত বছরের নভেম্বরের জাতীয় নির্বাচনে কারচুপির কারণে এ অভ্যুত্থান।
অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে, বিভিন্ন সরকারি বাহিনীর হাতে চলতি বছর দেশটির ১ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৮ হাজার ২৮২ জন।
কিন্তু ব্যাপক দমন সত্ত্বেও সেখানে প্রতিরোধ বাড়ছে। স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রামরত বিভিন্ন গোষ্ঠী শহরের বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আগামী বছরও অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ব্যাপক উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন এশিয়া টাইমসের বিশ্লেষক অ্যান্থনি ডেভিস।
চলতি বছর সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান হয়েছে আফ্রিকা মহাদেশে। আল জাজিরার তথ্যমতে, ১৯৬০-২০০০ সাল পর্যন্ত মহাদেশটিতে বছরে গড়ে ৪টি সামরিক অভ্যুত্থান হতো। গত ২০ বছরে তা কমে ২টিতে নেমে আসে।
গত এপ্রিলের শুরু থেকে মধ্য আফ্রিকার দেশ চাদ অভ্যন্তরীণ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। এ অবস্থায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে ২০ এপ্রিল মারা যান দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবী। সাবেক এ সেনা কর্মকর্তার মৃত্যুর পর গত ৯ মে ক্ষমতা গ্রহণ করেন তাঁর ছেলে ও আর্মি জেনারেল মোহাম্মদ ইদ্রিস দেবী।
২৪ মে সামরিক অভ্যুত্থান হয় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। দেশটির অজনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইটাকে আটক করে দেশটির ক্ষমতা গ্রহণ করেন কর্নেল আসিমি গোইটা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
পশ্চিম আফ্রিকার আরেক দেশ গিনিতে সেনা অভ্যুত্থান হয় গত ৫ সেপ্টেম্বর। দেশটির প্রেসিডেন্ট আলফা কান্দেকে গ্রেপ্তার করে ক্ষমতা গ্রহণ করেন কর্নেল মামদি দিমবয়া। দেশটির প্রথম গণতান্ত্রিক ভোটে ২০১০ সালে তিনি নির্বাচিত হন। কিন্তু সংবিধান লঙ্ঘন করে এক ব্যক্তির দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার অভিযোগে অভ্যুত্থান করার কথা জানান দিমবয়া।
এরপর ২৫ অক্টোবর সেনা অভ্যুত্থান হয় উত্তর আফ্রিকার দেশ সুদানে। নানা সমস্যায় জর্জরিত দেশটির মধ্যবর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকে সরিয়ে ক্ষমতা নেন জেনারেল আবদেল ফাতাহ আল-বুরহান।
হঠাৎ অভ্যুত্থান বেড়ে যাওয়া সম্পর্কে পরামর্শ সংস্থা ‘সিগন্যাল রিস্ক’ জানায়, আগে দেশে সামরিক অভ্যুত্থান হলে পশ্চিমা সরকারগুলো কঠোর অবস্থান নিত। কিন্তু ২০১৩ সালে মিসর এবং ২০১৭ সালে জিম্বাবুয়ের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমাদের আগের ভূমিকার উল্টো দেখা গেছে, যা আফ্রিকার বর্তমান অবস্থার ক্ষেত্রেও অব্যাহত রয়েছে। তা ছাড়া, রাশিয়া ও নতুন বিশ্বশক্তি চীনও এ ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক জোয়াল থেকে মুক্ত হয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় একগুচ্ছ নতুন দেশ। তবে বি-ঔপনিবেশিকায়নের ওই যুগ সামরিক অভ্যুত্থানের জন্যও বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয়। তবে ২০ বছর খানিকটা স্থিতিশীল থাকার পর চলতি বছর বিশ্বে সামরিক অভ্যুত্থান বেড়েছে।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে আটক করে মিয়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, গত বছরের নভেম্বরের জাতীয় নির্বাচনে কারচুপির কারণে এ অভ্যুত্থান।
অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে, বিভিন্ন সরকারি বাহিনীর হাতে চলতি বছর দেশটির ১ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৮ হাজার ২৮২ জন।
কিন্তু ব্যাপক দমন সত্ত্বেও সেখানে প্রতিরোধ বাড়ছে। স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রামরত বিভিন্ন গোষ্ঠী শহরের বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আগামী বছরও অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ব্যাপক উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন এশিয়া টাইমসের বিশ্লেষক অ্যান্থনি ডেভিস।
চলতি বছর সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান হয়েছে আফ্রিকা মহাদেশে। আল জাজিরার তথ্যমতে, ১৯৬০-২০০০ সাল পর্যন্ত মহাদেশটিতে বছরে গড়ে ৪টি সামরিক অভ্যুত্থান হতো। গত ২০ বছরে তা কমে ২টিতে নেমে আসে।
গত এপ্রিলের শুরু থেকে মধ্য আফ্রিকার দেশ চাদ অভ্যন্তরীণ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। এ অবস্থায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে ২০ এপ্রিল মারা যান দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবী। সাবেক এ সেনা কর্মকর্তার মৃত্যুর পর গত ৯ মে ক্ষমতা গ্রহণ করেন তাঁর ছেলে ও আর্মি জেনারেল মোহাম্মদ ইদ্রিস দেবী।
২৪ মে সামরিক অভ্যুত্থান হয় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। দেশটির অজনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইটাকে আটক করে দেশটির ক্ষমতা গ্রহণ করেন কর্নেল আসিমি গোইটা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
পশ্চিম আফ্রিকার আরেক দেশ গিনিতে সেনা অভ্যুত্থান হয় গত ৫ সেপ্টেম্বর। দেশটির প্রেসিডেন্ট আলফা কান্দেকে গ্রেপ্তার করে ক্ষমতা গ্রহণ করেন কর্নেল মামদি দিমবয়া। দেশটির প্রথম গণতান্ত্রিক ভোটে ২০১০ সালে তিনি নির্বাচিত হন। কিন্তু সংবিধান লঙ্ঘন করে এক ব্যক্তির দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার অভিযোগে অভ্যুত্থান করার কথা জানান দিমবয়া।
এরপর ২৫ অক্টোবর সেনা অভ্যুত্থান হয় উত্তর আফ্রিকার দেশ সুদানে। নানা সমস্যায় জর্জরিত দেশটির মধ্যবর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকে সরিয়ে ক্ষমতা নেন জেনারেল আবদেল ফাতাহ আল-বুরহান।
হঠাৎ অভ্যুত্থান বেড়ে যাওয়া সম্পর্কে পরামর্শ সংস্থা ‘সিগন্যাল রিস্ক’ জানায়, আগে দেশে সামরিক অভ্যুত্থান হলে পশ্চিমা সরকারগুলো কঠোর অবস্থান নিত। কিন্তু ২০১৩ সালে মিসর এবং ২০১৭ সালে জিম্বাবুয়ের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমাদের আগের ভূমিকার উল্টো দেখা গেছে, যা আফ্রিকার বর্তমান অবস্থার ক্ষেত্রেও অব্যাহত রয়েছে। তা ছাড়া, রাশিয়া ও নতুন বিশ্বশক্তি চীনও এ ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪