Ajker Patrika

ভাইয়ের বিরুদ্ধে কথা বলা বড় ভুল ছিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭: ৪৯
ভাইয়ের বিরুদ্ধে কথা বলা বড় ভুল ছিল

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘রাজনীতিতে আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি আমার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনেক কথা বলেছি। তিনি পুরো দেশের জন্য গর্ব। তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা অনেক বেশি। এ কারণে আমি এখন খুবই অনুতপ্ত। আমার এভাবে বলা ঠিক হয়নি।’

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নিজ ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন আবদুল কাদের মির্জা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

মেয়র কাদের মির্জা আরও বলেন, ‘সরকারের প্রায় সব মন্ত্রণালয়ই দুর্নীতিগ্রস্ত। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসন। আমার সত্য দাবি ও কথাগুলোর মধ্যে ছিল, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। গত ৩১ ডিসেম্বর আমার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় প্রসঙ্গক্রমে নোয়াখালীর অপরাজনীতির হোতা একরামুল করিম চৌধুরী এমপির মতো লোকদের বিরুদ্ধে অবাধ নির্বাচন হলে এরা দজ্জা তোয়াই পাইত ন বলেছিলাম। নির্বাচনকালীন সব অনিয়মের কথা বলার কারণে আমি আমার নির্বাচনে গৌরবের সঙ্গে সফল হয়েছি। আমার এসব কথার কেন্দ্রবিন্দু ছিল একরামুল করিম চৌধুরী। তার অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরার কারণে তাকে নোয়াখালী জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটা আমার চূড়ান্ত বিজয় না হলেও প্রাথমিক বিজয়। কিন্তু দল ও সরকারি সব খাতে তার ‘মাই ম্যান সেট আপ’ রয়ে গেছে। নোয়াখালীর বর্তমান নেতৃত্ব দিয়ে সফলভাবে এ জেলা থেকে অপরাজনীতি ও দুর্নীতিবাজদের বিতাড়িত করা হবে বলে আমি আশা করি।’

নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে কাদের মির্জা বলেন, ‘জিয়াউর রহমান ভোট ও নির্বাচনের পদ্ধতি নষ্ট করে দিয়েছিলেন। শেখ হাসিনা জনগণের সব অধিকার প্রতিষ্ঠা করলেও জিয়াউর রহমানের নষ্ট করা ভোটাধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেননি।’ তিনি বলেন, ‘যত দিন বেঁচে থাকব, সাহস করে সত্য কথা বলব এবং অন্যায়ের বিরুদ্ধে বলেই যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত