Ajker Patrika

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল শনিবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ঝিকরগাছা সহকারী জজ আদালতে মামলার আবেদন করেছেন বায়শা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য শফিকুল ইসলাম। মামলাটি আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে চিঠি পাঠানো হয়েছে।

মামলার আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার বায়শা-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তাতে ২১-২৪ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান, ২৫ নভেম্বর বাছাই, ৩০ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১ ডিসেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও ১২ ডিসেম্বর ভোট গ্রহণের কথা বলা হয়। কিন্তু অভিযুক্ত জিল্লুর রশিদ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ না করেই নিজের ইচ্ছা মতো কমিটি গঠন করার পরিকল্পনা করেছিলেন। মামলার আবেদনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সব সদস্যসহ জেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

বিদ্যালয়ের ২৪৩ নম্বর অভিভাবক সদস্য আবুল হোসেন বলেন, ‘তফসিল অনুযায়ী মনোনয়নপত্র কিনেছিলাম। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা ১ ডিসেম্বর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করতে টালবাহানা করেন।’ একই অভিযোগ ৯৮ নম্বর অভিভাবক সদস্য জামাল হোসেনের।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শুকুর আলী বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠনের জন্য যথাসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছিলাম। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত করেন। আমি স্বচ্ছতার ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের দাবি জানাই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা ও প্রিসাইডিং কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ বলেন, ‘আদালতের চিঠি পেয়েছি। আমাকে দশ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আমি ইতিমধ্যে ওই নির্বাচন বন্ধ করতে নির্দেশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত