Ajker Patrika

কানাইঘাট হানাদার মুক্ত দিবসে সভা

কানাইঘাট প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৬
কানাইঘাট হানাদার মুক্ত দিবসে সভা

কানাইঘাট উপজেলা হানাদার মুক্ত হয় ১৯৭১ সালের ৪ ডিসেম্বর। এ উপলক্ষে কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বেলা ১১টার দিকে আয়োজিত এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, সাবেক কমান্ডার নুরুল হক, অব. সুবেদার আফতাব উদ্দিন, জমির আলী, ইব্রাহীম আলী, ছান মিয়া, শওকত আলী, মুক্তিযোদ্ধা সন্তান মুসলিম উদ্দিন মিলন প্রমুখ।

১৯৭১ সালের ওই দিন নগলা সেতু, চাপনগর, ভাড়ারীমাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর মুখোমুখি লড়াই হয়। চারদিকে গ্রেনেড আর গুলির শব্দে ঘুম ভাঙে মানুষের। তাঁরা দৌড়ে পালাতে থাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। সেদিন কানাইঘাটের বাতাস ভারী হয়ে উঠে নারী ও শিশুদের কান্নায়। পরে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী।

শহীদ হন শাহাদাৎ হোসেন, আহসান আলী, রফিকুল হক, আব্দুল খালিক, মশাহিদ আলী, নুর উদ্দিন, আব্দুর রহমান, শহীদ আব্দুল লতিফ, ক্যাপ্টেন মাহবুবুর রহমান, খাঁজা নিজাম উদ্দিন, শহীদ আব্দুল হাকিম, আহমদ হোসেন, আবু সিদ্দেক, সাঈদুল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পরই নারীকেই পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...