Ajker Patrika

নির্বাচনের আচরণবিধি নিয়ে সভা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ৩৪
নির্বাচনের আচরণবিধি নিয়ে সভা

লালমনিরহাটের কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল তাপস সরকার, ৪ জন রিটার্নিং কর্মকর্তাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৫২ জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান প্রজেক্টরের সাহায্য আচরণবিধি প্রদর্শনসহ নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উপজেলার ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত পদে ১০৯ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত