Ajker Patrika

আন্দোলন জোরদারে আফরোজার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
আন্দোলন জোরদারে আফরোজার আহ্বান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সরকার বিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। গতকাল রোববার সকালে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা সদরের কলাবাগান এলাকায় হওয়া এ সম্মেলনে আফরোজা আব্বাস বলেন, সরকার খালেদা জিয়াকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁর একমাত্র কারণ খালেদা জিয়াকে সরকার ভয় পায়। তিনি মুক্তি পেলে সরকারের গদি ঠিক থাকবে না।

জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা কুহেলী দেওয়ানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি শাহেনা আক্তারের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সম্পাদক শাহানা আক্তার শানু, সহপ্রচার সম্পাদক লুৎফা খাতুন স্বপ্না, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউছুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপির শিকড় অনেক গভীরে। সরকার হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমন করতে চায়। মহিলা দলের সম্মেলনে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি বলে দিচ্ছে—দমন করে বিএনপিকে রুখে দিতে পারবে না। জাতীয়বাদী শক্তি এখন আগের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত