Ajker Patrika

৩৫ বছর ধরে পত্রিকা নিয়ে ছোটেন বাবলু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ৪৫
৩৫ বছর ধরে পত্রিকা নিয়ে ছোটেন বাবলু

সকাল হলেই পত্রিকা নিয়ে শহরের অলিগলিতে ছোটেন গৌতম দাস বাবলু। গ্রাহকের দ্বারে পৌঁছে দেন পত্রিকা। রোদ-বর্ষা-শীত উপেক্ষা করে ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করছেন তিনি।

বাবলুর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকায়।

গত বুধবার মুক্তিযোদ্ধা পীরগঞ্জ কমপ্লেক্স চত্বরে পেপার বিক্রির সময় গৌতমের সঙ্গে কথা হয়। বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি কার্যালয়, এনজিও সংস্থা, দোকানপাটসহ বিভিন্ন স্থানে পত্রিকা বিলি করেন তিনি।

বাবলুর লেখা বেশ কিছু নাটক বিভিন্ন স্থানে মঞ্চায়ন হয়েছে। তাঁর নাটক বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। নাটকের জন্য বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। তিনি উপজেলার উদীচীর শিল্পী গোষ্ঠীর সহসভাপতি।

বাবলু আজকের পত্রিকাকে জানান, তরুণ বয়স থেকে পত্রিকা বিলির কাজ করেন। জীবনের পড়ন্ত বেলায় এসে দেখেন, পত্রিকা বিলি করার এই কাজে ৩৫ বছর পার হয়ে গেছে তাঁর। তিনি বলেন, ‘১৯৮৭ সালের কথা। ওই সময় পত্রিকার সংখ্যা ছিল কম এবং তিন-চার দিন পরপর কাগজ আসত। তখনকার সময় হকার আমিসহ দুজন। প্রতিদিন ভোরে পত্রিকা সংগ্রহ করতে যেতে হতো বোচাগঞ্জ উপজেলায়। রাস্তা ছিল তখন দুর্গম। রোদ-বৃষ্টি-ঝড় বা শীত উপেক্ষা করে পত্রিকা ঠিকই পাঠকের দ্বারে পৌঁছে দিতাম। পাশাপাশি আমি নাট্য চর্চা করতাম।’

বাবলু জানান, তাঁর স্ত্রী গৃহিণী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পত্রিকা বিক্রি করেই ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষিত করছেন। ছেলে মাস্টার্সে পড়ছেন। মেয়ে পীরগঞ্জ সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষ পড়ছেন। শুধু পত্রিকা বেচে সংসার চলে না। অতি কষ্টে দিনযাপন করছেন তিনি।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজম রেহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাবলু দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে পৌরশহরে পেপার বিক্রি করে আসছেন।’

পীরগঞ্জ পৌর সভার পত্রিকার এজেন্ট ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন কে রানা জানান, বাবলু অত্যন্ত পরিশ্রমী। প্রতিদিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেন নতুন দিনের খবরের কাগজ পাঠকের হাতে তুলে দিতে। সুনামের সঙ্গে দীর্ঘদিন জাতীয় ও স্থানীয় খবরের কাগজ বিক্রি করে আসছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত