Ajker Patrika

নৌকা ঠেকাতে বাবা-ছেলের মনোনয়ন জমা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ৪৯
নৌকা ঠেকাতে বাবা-ছেলের মনোনয়ন জমা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। নৌকা ঠেকাতে কাকরকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে বাবা ও ছেলে মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল বুধবার সকালে তিনটি ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র বাবা-ছেলেসহ তিন জন মনোনয়ন দাখিলের তথ্য নিশ্চিত করেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে কাকরকান্দি ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি টানা দুই মেয়াদে এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। শহিদ উল্লাহকে হারাতে কাকরকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম (৬৬) এবং তাঁর ছেলে মো. নিয়ামূল কাওছার (৩০) মনোনয়ন পত্র দাখিল করেন।

সূত্রে আরও জানা গেছে, কাকরকান্দি ইউনিয়নে মোট তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কোনো কারণে যদি ছেলের প্রার্থিতা বাতিল হয় তাহলে বাবা যেন নির্বাচনে অংশ নিতে পারেন। এই জন্য দুজনই মনোনয়ন জমা দিয়েছেন। যদি বাবা-ছেলে দুজনেরই মনোনয়ন বৈধতা পান সে ক্ষেত্রে বাবা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ছেলে নিয়ামূল কাওছার বলেন, ‘আমি মনোনয়পত্র জমা দিয়েছি গত রোববার। মূলত এই ইউনিয়নে জনগণ পরিবর্তন চায়। যেকোন কারণে আমার প্রার্থিতা বাতিল হয়ে গেলে একক প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী জয়ী হয়ে যাবেন। তাই ভোটারদের পরামর্শে গত মঙ্গলবার বাবাও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কোনো কারণে মনোনয়ন বাতিল হলে যেন আমি অথবা আমার বাবা নির্বাচনে অংশ নিতে পারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত