Ajker Patrika

জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারের দাবি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৭
জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারের দাবি

ফরিদপুরের মধুখালীতে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার কামারখালী ইউনিয়নের মোল্যাপাড়ায় গতকাল শনিবার বেলা ৩টার দিকে এই মানববন্ধন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপজেলার কামারখালী মুরগি বাজার থেকে মোল্যাবাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরশনের দাবি করা হয়।

মানববন্ধনে মো. ফরিদুল ইসলাম, তালহা জুবায়ের, মো. সবুজ, কবির, রিয়াদ, শামীম, দোলেনা, ইয়াসমিন, দবির, সাথী, শিল্পী প্রমুখ বক্তব্য দেন। এ সময় দ্রুত ভাঙা সড়কটি পুনর্নির্মাণ ও পাকাকরণের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে ৫২৫ জনের সাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় আগে ইট দিয়ে সড়কটি নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। মাত্র দেড় কিলোমিটার সড়ক ঘিরে প্রায় ৫০০ পরিবারের বাস। বর্তমানে সড়কটিতে খানাখন্দ তৈরি হওয়ায় গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে। সড়কটি দিয়ে শিশুদের বিদ্যালয়ে যেতে সমস্যার কষ্ট হয়। রোগী নিয়ে সময়মতো হাসপাতালে যাওয়া যায় না। আর বর্ষা মৌসুমে তো পানির মধ্যে দিয়ে আসা-যাওয়া করতে হয়।

কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, সড়কটির বিষয়ে শুনেছেন। তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন। সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীর দাবি জানতে পেরেছেন। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত