Ajker Patrika

এ মাসেই ইবির হল খুলে দেওয়ার দাবি

প্রতিনিধি (কুষ্টিয়া) ইবি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৬
এ মাসেই ইবির হল খুলে দেওয়ার দাবি

হল ও বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মশাল মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসের প্রধান ফটকসংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেপ্টেম্বরের মধ্যেই হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিয়েছে। তারই সূত্র ধরে ইবিতে এই মশাল মিছিল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী পিয়াস পাণ্ডের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। শিক্ষার্থীরা বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের পর আর একদিনও বিশ্ববিদ্যালয়ের হলের বাইরে থাকতে চান না তাঁরা। হল খোলা না হলে তালা ভেঙে হলে ওঠা হবে। এর জন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে উপাচার্য আবদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে আমিও ভাবি। তবে করোনায় জীবন-মরণের বিষয় আছে। সেটা ভাবতে হবে। তারপরও কিছু প্রক্রিয়া শেষ করতে একটু সময় লাগছে। আগামী ৪ অক্টোবর একাডেমিক কাউন্সিলের সভা আছে। এরপর দ্রুত সময়ে ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত