আজকের পত্রিকা ডেস্ক
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুর ও গাইবান্ধার ৩০ ইউপিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হয়। ভোটকেন্দ্রে সকালের দিকে উপস্থিতি তেমন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে। তবে, ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হওয়ায় সময় বেশি লাগে। অনেকের আঙুলের ছাপ না মেলায় বিড়ম্বনায় পড়তে হয়। দু-তিনবার চাপ দিতে দেখা যায় অনেককে। এতে ভোটারদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অনেক ভোটারকেই বিরক্ত হতে দেখা যায়। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল দেয়।
দিনাজপুর: ৪ উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১ হাজার ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে দিনাজপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ সদস্য পদে ২৯৭ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিরল উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোড়াঘাটের ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৯২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া বীরগঞ্জে ২টি ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২০ ও ৮৬ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
গাইবান্ধা: সাদুল্লাপুর উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদরপুর, ফরিদপুর, ধাপেরহাট, ভাতগ্রাম, ইদিলপুর ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে গতকাল ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা ইউনিয়নের মানদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৪৫ জন হলেও বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা ভোটারদের লাইন দীর্ঘ হলেও ভোট দিতে সময় লাগছে, এ জন্য কিছুটা দেরি হচ্ছে বলে জানান কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোটের ব্যাপারে ধারণা না থাকায় প্রায় সবাইকে বুঝিয়ে দিতে হচ্ছে। এ জন্য প্রায় দ্বিগুণ সময় বেশি লাগছে।
প্রতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা আব্দুল মালেক বলেন, ‘কখনো এই মেশিন চোখে দেখিনি। কীভাবে ভোট দিব জানি না। ভেতরে যাই, দেখি কী হয়। তবে শুনেছি ঝামেলা হয় না ভোট দিতে। কাগজে চেয়ে হামার মেশিনে ভালো।’
প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোট দিয়ে আসা জরিনা বেগম বলেন, ‘প্রথমে ভয় লাগছিল, কোথায় ভোট দেই আর কোথায় যায়—এটা নিয়ে চিন্তায় ছিলাম। এখন দেখছি ভালোভাবেই ভোট দেয়া যায়।’
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দিনাজপুর ও গাইবান্ধার ৩০ ইউপিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হয়। ভোটকেন্দ্রে সকালের দিকে উপস্থিতি তেমন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে। তবে, ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হওয়ায় সময় বেশি লাগে। অনেকের আঙুলের ছাপ না মেলায় বিড়ম্বনায় পড়তে হয়। দু-তিনবার চাপ দিতে দেখা যায় অনেককে। এতে ভোটারদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অনেক ভোটারকেই বিরক্ত হতে দেখা যায়। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল দেয়।
দিনাজপুর: ৪ উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১ হাজার ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে দিনাজপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ সদস্য পদে ২৯৭ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিরল উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোড়াঘাটের ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৯২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া বীরগঞ্জে ২টি ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২০ ও ৮৬ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
গাইবান্ধা: সাদুল্লাপুর উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদরপুর, ফরিদপুর, ধাপেরহাট, ভাতগ্রাম, ইদিলপুর ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে গতকাল ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা ইউনিয়নের মানদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৪৫ জন হলেও বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা ভোটারদের লাইন দীর্ঘ হলেও ভোট দিতে সময় লাগছে, এ জন্য কিছুটা দেরি হচ্ছে বলে জানান কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোটের ব্যাপারে ধারণা না থাকায় প্রায় সবাইকে বুঝিয়ে দিতে হচ্ছে। এ জন্য প্রায় দ্বিগুণ সময় বেশি লাগছে।
প্রতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা আব্দুল মালেক বলেন, ‘কখনো এই মেশিন চোখে দেখিনি। কীভাবে ভোট দিব জানি না। ভেতরে যাই, দেখি কী হয়। তবে শুনেছি ঝামেলা হয় না ভোট দিতে। কাগজে চেয়ে হামার মেশিনে ভালো।’
প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোট দিয়ে আসা জরিনা বেগম বলেন, ‘প্রথমে ভয় লাগছিল, কোথায় ভোট দেই আর কোথায় যায়—এটা নিয়ে চিন্তায় ছিলাম। এখন দেখছি ভালোভাবেই ভোট দেয়া যায়।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫