Ajker Patrika

প্রতিবন্ধীর সরকারি ঘর ঘেঁষে পুকুর খনন

ভালুকা প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ০০
প্রতিবন্ধীর সরকারি ঘর ঘেঁষে পুকুর খনন

ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের বাক প্রতিবন্ধী মো. খসরু মিয়াকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। ইউপি সদস্য মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে সরকারিভাবে ঘরটি নির্মাণ করা হয়। তবে বরাদ্দকৃত ঘর ঘেঁষে পুকুর খনন করায় ঘরটি ধসের ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কিসমত আলী মাটি কেটে পুকুর খনন করে। এতে ঘরটি ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় পুকুরে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি ইউএনও সালমা খাতুন জানতে পেরে গত রোববার দুপুরে তাঁর বাড়িতে ডাকাতিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল আলমকে পাঠান। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কিসমত আলী জানান, আমার জমির মাটি কেটে পুকুর খনন করেছি। ঘরের ক্ষতি হবে না। ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ইউএনওর নির্দেশ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আর ইউএনও সালমা খাতুন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত