Ajker Patrika

অবৈধভাবে মজুত তেল জব্দ, জরিমানা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২২, ১১: ১৫
অবৈধভাবে মজুত তেল জব্দ, জরিমানা

ভোলা ও মাদারীপুরে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। এ ছাড়া বাড়তি দামে তেল বিক্রির দায়ে ভোলা ও পিরোজপুরে নয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভোলা প্রতিনিধি জানান, সদর উপজেলার পরানগঞ্জ বাজারে গতকাল একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তেল মজুতের দায়ে হৃদয় স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গত বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলায় অবৈধভাবে তেল মজুতের দায়ে মেসার্স একতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স ইব্রাহিম ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও মিয়াজী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শিবচর প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে শাকিল স্টোরের একটি গোডাউন থেকে ২ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভান্ডারিয়া প্রতিনিধি জানান, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ‘হক ব্রাদার্স’ নামের একটি দোকান খোলা সয়াবিন তেল নির্ধারিত মূল্য ১৫৫ টাকার পরিবর্তে ১৯০ টাকায় বিক্রি করায় দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চৌধুরী এন্টারপ্রাইজকে ২ হাজার ও দুর্জয় এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

মঠবাড়িয়া প্রতিনিধি জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে সাপলেজা বাজারের ব্যবসায়ী গৌতম পালকে ২৫ হাজার, নূরুল হককে ৫ হাজার ও শান্তি সাহাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত