Ajker Patrika

সাঘাটায় ৬৬৫ মনোনয়নপত্র জমা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ২১
সাঘাটায় ৬৬৫ মনোনয়নপত্র জমা

গাইবান্ধার সাঘাটায় ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৫৭ জন, সংরক্ষিত মহিলা পদে ২৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬৯ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা যায়, উপজেলার পদুমশহর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী। ২ নম্বর ভরতখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রার্থী। ৩ নম্বর সাঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী। ৪ নম্বর মুক্তিনগর চেয়ারম্যান পদে ৫ জন সংরক্ষিত মহিলা পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী। ৫ নম্বর কচুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী। ৭ নম্বর হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী। ৮ নম্বর জুমারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী। ৯ নম্বর কামালের পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী। ১০ নম্বর বোনারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১৯ ডিসেম্বর প্রার্থী প্রত্যাহার, ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়নে বর্তমান পরিষদের মেয়াদ শেষ না হওয়ার কারণে এ ইউনিয়নে তফসিল ঘোষণা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত