Ajker Patrika

আলু রোপণে ফের প্রস্তুতি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ০৮
আলু রোপণে ফের প্রস্তুতি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোপণ করা পচে যাওয়া আলু তুলে ফেলে আবার নতুন করে রোপণের জন্য জমি প্রস্তুত করেছেন কৃষকেরা। এতে করে দ্বিতীয়বারের মতো আলু রোপণ করতে হচ্ছে তাঁদের। জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের ফসলি জমি থেকে পচে যাওয়া আলু তোলার কাজ করছেন কৃষকেরা। এ ছাড়া এবার আলু রোপণে দেরি হবে বলে জানিয়েছেন তাঁরা। কৃষকেরা বলছেন তাঁদের সহযোগিতায় কেউ পাশে দাঁড়ায়নি। তাঁরা সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছিল। টানা বৃষ্টিতে প্রায় ৫ হাজারের বেশি হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আলু নষ্ট হয়ে গেছে।

গোবরদী গ্রামের কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। এতে আমার প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। টানা বৃষ্টির কারণে অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ৬ লাখ টাকার বীজ নষ্ট হয়েছে। ৬ লাখ টাকা আবার খরচ হবে। এ দেশে কৃষকদের জন্য কেউ নেই। সরকারও সহযোগিতার হাত বাড়ায়নি।’

আর একজন স্থানীয় কৃষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার আলু এবং পেঁয়াজের জমি দুটোই নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে রোপণ করতে হবে। এখন সার, আলু বীজ, পেঁয়াজের বীজের দাম অনেক বেড়ে গেছে। সরকার থেকে কোনো সহযোগিতা পেলাম না আমরা। এত বড় ক্ষতি হওয়ার পরও সরকার কোনো উদ্যোগ গ্রহণ করল না।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘এ বছর প্রায় ৫ হাজার হেক্টরের বেশি জমির আলু নষ্ট হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত