Ajker Patrika

তালায় অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২১
তালায় অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

তালায় বৈরী আবহাওয়া আর অসময়ের বৃষ্টিপাতে সরিষা, আলু, পেঁয়াজ ও রসুনসহ শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বছর কয়েকবার অসময়ে বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

নিম্নচাপের কারণে গত শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতে এসব ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, চলতি রবি মৌসুমে মাঠ থেকে সরিষা ও আলু তোলার কাজ চলছে। কৃষকেরা তাঁদের খেতের সরিষা তুলে মাড়াইয়ের কাজ চলছে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টি কৃষকের ব্যাপক ক্ষতি করে দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর তালা উপজেলায় ৫৬০ হেক্টর জমিতে সরিষা, ৪৭০ হেক্টর জমিতে আলু এবং ২০৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। অনেক কৃষক আলু ও সরিষা তুলতে শুরু করেছে। শুক্রবারের ঝড়-বৃষ্টিতে ফসলের সামান্য ক্ষতি হয়েছে বলে সূত্রটি জানায়।

শাহাপুর গ্রামের আলুচাষি কামাল মোল্লা বলেন, ‘আচমকা বৃষ্টি হওয়ায় আলুর মারাত্মক ক্ষতি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে আলুর খেত তলিয়ে গেছে। খেতের পানি কিছুটা সরাতে পারলেও যে পানি জমে আছে তাতে রোদ হলে আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আলু ছাড়াও টমেটো, সরিষা, লালশাকসহ শীতকালীন শাক-সবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কৃষক আবদুর রহমান, আফজাল হোসেন, রফিকুল ইসলাম বলেন, ‘বৃষ্টিপাতের কারণে আমাদের আলু, পেঁয়াজসহ শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন।’

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, ‘এ বছর প্রায় অর্ধেক কৃষক আলু ও সরিষা তুলতে সক্ষম হয়েছে। তা ছাড়া জমিতে শীতকালীন শাক-সবজি আবাদ হয়েছে। তবে অসময়ের বর্ষণে শাক-সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত