Ajker Patrika

কটিয়াদীতে দুই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০: ১৫
কটিয়াদীতে দুই মাস পর কবর থেকে  লাশ উত্তোলন

কিশোরগঞ্জের কটিয়াদীতে দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে ফরেনসিক পরীক্ষার জন্য কবর থেকে মো. মাহিদ (৮) নামের মাদ্রাসাছাত্রের লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুড়িখাঁই নগরপাড়া গ্রাম থেকে তার লাশ কবর থেকে তোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম এবং কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি বিকেলে মাহিদ স্থানীয় শাহ সামছ উদ্দিন সাফিয়া খাতুন মাদ্রাসায় পড়তে যায়। বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। মাহিদ ওই মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল। পরদিন সকালে মাহিদের মা ছেলের জন্য খাবার পাঠালে মাদ্রাসা থেকে জানানো হয়, মাহিদ মাদ্রাসায় আসেনি। এর পর থেকে শুরু হয় খোঁজাখুঁজি। সকাল সাড়ে নয়টার দিকে প্রতিবেশী রোশনা খাতুন বাড়িতে এসে জানান, মাহিদের লাশ তাঁদের রান্নাঘরে ঝুলছে। খবর শুনে মাহিদের মা ও দাদি রোশনা খাতুনের ঘরে গিয়ে দেখেন, ঘরের আড়ায় মাহিদের লাশ ঝুলছে। এ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান মাহিদের মা ও দাদি। পরে স্থানীয় ব্যক্তিরা ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই মাহিদের লাশ দাফন করেন। পরে মাহিদের পরিবারের লোকজন জানতে পারেন, লাশের শরীরে ফাঁসি দেওয়ার কোনো চিহ্ন ছিল না। এতে তাঁদের সন্দেহ হয়। এ ঘটনায় মাহিদের দাদি কল্পনা আক্তার বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি জেলা আদালতে রোশনা খাতুনসহ মোট পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আদালত গত ২৫ ফেব্রুয়ারি সেই মামলা আমলে নিয়ে মাহিদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কটিয়াদী মডেল থানার ওসিকে আদেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম বলেন, আদালতের নির্দেশে শিশু মাহিদের লাশ কবর থেকে তোলা হয়। এরপর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত