Ajker Patrika

হিজড়াদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ৫৬
হিজড়াদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ

জামালপুরে হিজড়াদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির হলরুমে ২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।

স্টিল কোম্পানি বিএসআরএম গ্রুপের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার ও প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ। প্রতি ব্যাচে ২৫ জন করে হিজড়া সদস্য অংশ নেন। ২৫০ জন হিজড়াকে প্রশিক্ষণ দেওয়া হবে।

জানা গেছে, হিজড়াদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরে প্রাথমিকভাবে ২৫০ জন হিজড়াদের প্রকল্পের উপকারভোগী হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ জন কর্মী নিয়োগ ছাড়াও ফোকাল পারসন ও হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, হিজড়াদের চলমান আয়ের উৎস এবং কর্মসংস্থানের জন্য বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করে পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। এ প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে। পরে তাদের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণসহ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের চিন্তা করা হয়েছে। উন্নয়নের মূল ধারায় হিজড়াদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সম্মান সুরক্ষা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত