Ajker Patrika

নাসিরনগরে সাপের উপদ্রবে উদ্বেগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ৪২
নাসিরনগরে সাপের উপদ্রবে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব। রাস্তায় হাঁটলেই সাপের ছোট ছোট বাচ্চা চোখে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুদর্শন নামের এক যুবক গতকাল মঙ্গলবার সকালে দত্তপাড়ার একটি মাঠে গরু নিয়ে যাওয়ার সময় তিনটি সাপের বাচ্চাকে ইটের স্তূপের ওপর রোদ পোহাতে দেখেন। পরে দুটি সাপের বাচ্চা মেরে ফেলেন তিনি।

পরদিন গরু নিয়ে যাওয়ার সময় আরও তিনটি সাপের বাচ্চার দেখা পান তিনি।

গত বৃহস্পতিবার দুজন নারী হাঁটার সময় পাঁচটি সাপের বাচ্চাকে ফণা তুলে শব্দ করতে দেখেন। তখন ওই দুই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনটি সাপ মেরে ফেলেন।

এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার বলেন, ‘বাড়ির আশপাশে জঙ্গল ও পুরোনো ইটের স্তূপ থাকায় সাপ বাসা বেঁধেছে। তবে বোতলে কার্বলিক অ্যাসিড রাখলে গন্ধে সাপ বাড়ির কাছে আসতে পারবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত