Ajker Patrika

ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল

ইউশা আসরার
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯: ৪৯
ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল

২ রবিউল আউয়াল: ৮৯৭ হিজরির এই দিনে স্পেনে মুসলিম শাসনের ইতি ঘটে।

৪ রবিউল আউয়াল: ৮৮৬ হিজরির এই দিনে ইস্তাম্বুল বিজয়ী উসমানি খলিফা মুহাম্মদ আল-ফাতিহের ইন্তেকাল।

৬ রবিউল আউয়াল: ৬০৪ হিজরির এই দিনে দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির জন্ম।

৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছান এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১০ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ১৭৯ হিজরির এই দিনে সাহাবি আনাস ইবনে মালিক (রা.)-এর ইন্তেকাল। ৯৭৯ হিজরির এই দিনে উসমানি খিলাফতের সাইপ্রাস জয়।

১২ রবিউল আউয়াল: হিজরি পূর্ব ৫৩ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। ১১ হিজরির একই দিনে তাঁর ইন্তেকাল। একই দিনে হজরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন।

১৪ রবিউল আউয়াল: ১৭০ হিজরির এই দিনে আব্বাসি খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসেন। ৬৪ হিজরির এই দিনে উমাইয়া শাসক ইয়াজিদের মৃত্যু।

১৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মসজিদে নববির নির্মাণকাজ শেষ হয়।

২০ রবিউল আউয়াল: ১৫ হিজরির এই দিনে খলিফা ওমর (রা.) বায়তুল মুকাদ্দাস জয় করেন। ৫২০ হিজরির এই দিনে আন্দালুসি দার্শনিক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইবনে রুশদের জন্ম।

২১ রবিউল আউয়াল: ১০০০ হিজরির এই দিনে মোগল বাদশাহ শাহজাহানের জন্ম।

২৩ রবিউল আউয়াল: ৪২১ হিজরির এই দিনে ভারত বিজেতা সুলতান মাহমুদ গজনবির ইন্তেকাল।

২৪ রবিউল আউয়াল: ১৩ হিজরির এই দিনে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বুসরা জয়ের মাধ্যমে সিরিয়া অঞ্চলে বিজয়ের সূচনা করেন।

২৫ রবিউল আউয়াল: ৫ হিজরির এই দিনে দাওমাতুল জান্দাল যুদ্ধ সংঘটিত হয়।

২৯ রবিউল আউয়াল: ৫৭০ হিজরির এই দিনে মহাবীর সালাহুদ্দিন আইয়ুবি দামেস্ক জয় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত