Ajker Patrika

সুযোগ কাজে লাগাতে চায় হাতপাখা ও স্বতন্ত্র

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
সুযোগ কাজে লাগাতে চায় হাতপাখা ও স্বতন্ত্র

আগামী ২৮ নভেম্বর পাথরঘাটায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাথরঘাটার সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। একই দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকার সুযোগকে কাজে লাগিয়ে ভোট যুদ্ধে বিজয়ী হতে মাঠে কাজ করে যাচ্ছেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান। পাশাপাশি একই সুযোগ হাতছাড়া করতে চান না উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এম মতিউর রহমান মোল্লা।

প্রতীক বরাদ্দের পর ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার ততই বেড়ে চলছে। ইতিমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে হাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মোল্লা তাঁদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

পাথরঘাটায় ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজুর রহমান জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের নির্বাচনটি একটু ভিন্ন হবে। কেননা আওয়ামী লীগ একক প্রভাব বিস্তার করতে পারবে না দলে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে। অপরদিকে বিএনপি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে না। এই সুযোগে সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করবে।

অপরদিকে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মোল্লা বলেন, ‘আমি বিগত দুই বার এ ইউপির চেয়ারম্যান ছিলাম। শুধু মাত্র আমার সময়েই এ ইউনিয়ন উন্নয়নের ছোঁয়া পেয়েছে। সুষ্ঠু ভোট হলে ভোটাররা আমাকে ভোট দিয়ে আবার উন্নয়ন করার সুযোগ দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত