Ajker Patrika

ক্যাপ্রিওর অদ্ভুত পার্টি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১০: ০১
ক্যাপ্রিওর অদ্ভুত পার্টি

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর জন্মদিন ছিল গত মাসে। নিজের জন্মদিন উপলক্ষে বিশাল পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। পার্টিতে যাঁরা অতিথি হয়ে এসেছিলেন, তাঁদেরকে ক্যাপ্রিও অনুরোধ করেছিলেন, কেউ যেন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন। কারণ, ডিক্যাপ্রিও চান না, তাঁর পার্টির গল্প বাইরে চাউর হোক। কিন্তু সম্প্রতি এক বিলাসবহুল ইয়টে (প্রমোদতরি) লিওনার্দোর পার্টির খবর প্রকাশ্যে এসেছে।

ওই পার্টিতে ১০০ জন নারী মডেলকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাপ্রিও। শোনা যাচ্ছে, এক ধনকুবেরের ১৫০ মিলিয়ন ডলারের ইয়টে তাক লাগানো পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সেখানে যেসব নারী মডেল এসেছিলেন, তাঁরা পরেছিলেন পুঁথির পোশাক, যার নিচে ছিল না কোনো অন্তর্বাস।

কয়েক মাস ধরেই হলিউডে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে সুপারমডেল ২৭ বছর বয়সী জিজি হাদিদকে ডেট করছেন ক্যাপ্রিও। এর মধ্যেই তাঁর এই পার্টির খবর বেশ শোরগোল ফেলেছে। তবে পার্টিতে জিজি ছিলেন কি না, তা জানা যায়নি। জিজি না থাকলেও টোবি ম্যাগুয়ের, জেরার্ড লেটো, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস এবং আমেরিকার উচ্চপদস্থ আমলারা ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত