গৌরীপুর প্রতিনিধি
গৌরীপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দিনভর শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণা নিয়ে রাতে শুরু হয় টান টান উত্তেজনা। রাত যত বাড়ে উত্তপ্ত হতে থাকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।
ফলাফল ঘোষণায় কারচুপি হতে পারে এমন গুজবে মইলাকান্দা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদের কর্মী-সমর্থকেরা রাতে লাঠিসোঁটা নিয়ে হাজির হন। এ ছাড়া ডৌহাখলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ুমকে নির্বাচন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সহনাটি ইউপির ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা না দিয়ে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে আসার চেষ্টা করেন প্রিসাইডিং কর্মকর্তা। এতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শামসুজ্জামান জামাল বিভিন্ন কেন্দ্রের ফলাফলে এগিয়ে থাকায় প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রে ফল প্রকাশ না করে উপজেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন কাদের রোবেলকে বিজয়ী করতেই মূলত এই ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি তাঁদের। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠিয়ে ওই ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্ধার করা হয়।
অপরদিকে সিধলা ইউপির বলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিদ্যালয়টিতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। পরে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা স্থগিত করে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে যান। আর অচিন্তপুর ইউপির কান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর চালায় পরাজিত সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকেরা।
অপরদিকে ৯টি ইউপির ফলাফল জানতে রাতভর অপেক্ষা করেন প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে ভোররাত পর্যন্ত চলে ফলাফল ঘোষণা। এ সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। বিলম্বের কারণে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ুমকে রাতেই আটক করেছে পুলিশ।
পরে গতকাল সোমবার নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন। এতে এম এ কাইয়ুমসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় ও মামলা সূত্রে জানা গেছে, রোববার ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার ফলাফল ঘোষণা কক্ষে ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করে ফলাফল ঘোষণা করছিলেন। এ সময় এম এ কাইয়ুম ও তাঁর সহযোগীরা এসে নির্বাচন কর্মকর্তার কাছে তাঁতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলের কপি চান।
তখন নির্বাচন কর্মকর্তা তাঁদের জানান, ওই কেন্দ্রের ফলাফলের কপি আসেনি। পরে তাঁরা উত্তেজিত হয়ে নির্বাচন কর্মকর্তাকে মারধর ও কক্ষে ভাঙচুর করেন। রাত ১১টার দিকে ডৌহাখলা ইউপির ভোট গণনা শেষে এম এ কাইয়ুমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনের আশ্রয় নিয়েছি।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘নির্বাচন-পরবর্তী কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নবনির্মিত চেয়ারম্যান এম এ কাইয়ুমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘নির্বাচন-পরবর্তী বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন ইউপি থেকে কন্ট্রোল রুমে শিট পৌঁছাতে দেরি হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে।’
গৌরীপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দিনভর শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণা নিয়ে রাতে শুরু হয় টান টান উত্তেজনা। রাত যত বাড়ে উত্তপ্ত হতে থাকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।
ফলাফল ঘোষণায় কারচুপি হতে পারে এমন গুজবে মইলাকান্দা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদের কর্মী-সমর্থকেরা রাতে লাঠিসোঁটা নিয়ে হাজির হন। এ ছাড়া ডৌহাখলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ুমকে নির্বাচন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সহনাটি ইউপির ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা না দিয়ে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে আসার চেষ্টা করেন প্রিসাইডিং কর্মকর্তা। এতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শামসুজ্জামান জামাল বিভিন্ন কেন্দ্রের ফলাফলে এগিয়ে থাকায় প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রে ফল প্রকাশ না করে উপজেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন কাদের রোবেলকে বিজয়ী করতেই মূলত এই ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি তাঁদের। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠিয়ে ওই ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্ধার করা হয়।
অপরদিকে সিধলা ইউপির বলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিদ্যালয়টিতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। পরে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা স্থগিত করে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে যান। আর অচিন্তপুর ইউপির কান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর চালায় পরাজিত সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকেরা।
অপরদিকে ৯টি ইউপির ফলাফল জানতে রাতভর অপেক্ষা করেন প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে ভোররাত পর্যন্ত চলে ফলাফল ঘোষণা। এ সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। বিলম্বের কারণে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ুমকে রাতেই আটক করেছে পুলিশ।
পরে গতকাল সোমবার নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন। এতে এম এ কাইয়ুমসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় ও মামলা সূত্রে জানা গেছে, রোববার ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার ফলাফল ঘোষণা কক্ষে ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করে ফলাফল ঘোষণা করছিলেন। এ সময় এম এ কাইয়ুম ও তাঁর সহযোগীরা এসে নির্বাচন কর্মকর্তার কাছে তাঁতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলের কপি চান।
তখন নির্বাচন কর্মকর্তা তাঁদের জানান, ওই কেন্দ্রের ফলাফলের কপি আসেনি। পরে তাঁরা উত্তেজিত হয়ে নির্বাচন কর্মকর্তাকে মারধর ও কক্ষে ভাঙচুর করেন। রাত ১১টার দিকে ডৌহাখলা ইউপির ভোট গণনা শেষে এম এ কাইয়ুমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনের আশ্রয় নিয়েছি।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘নির্বাচন-পরবর্তী কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নবনির্মিত চেয়ারম্যান এম এ কাইয়ুমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘নির্বাচন-পরবর্তী বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন ইউপি থেকে কন্ট্রোল রুমে শিট পৌঁছাতে দেরি হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫