অনলাইন ডেস্ক
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৩ প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে, হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের দাবি, লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো। তবে আল-জাজিরা সরেজমিনে গিয়ে দেখতে পেয়েছে এটি মূলত একটি কমপ্লেক্স। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন ও মসজিদ রয়েছে। হামলায় একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৬ মে দিবাগত রাতে মুরিদকেতে চালানো এই হামলাটি ছিল ভারতীয় সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’—এর অংশ। ভারত বলছে, এটি ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে চালানো প্রাণঘাতী হামলার প্রতিশোধ। ওই হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
মুরিদকে শহরটি লাহোর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। ইসলামাবাদ থেকে চার ঘণ্টার পথ। শহরটির জনসংখ্যা আড়াই লাখের বেশি। দীর্ঘদিন ধরেই ভারত দাবি করে আসছে, এখানেই লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) সদর দপ্তর অবস্থিত।
হামলার মূল লক্ষ্য ছিল ‘সরকারি স্বাস্থ্য ও শিক্ষা কমপ্লেক্স’ নামে পরিচিত একটি বিশাল এলাকা, যেখানে একটি হাসপাতাল, দুটি স্কুল, একটি হোস্টেল ও একটি বড় মাদ্রাসা রয়েছে। ৮০টি আবাসিক ভবনের এই কমপ্লেক্সে সরকারি কর্মচারী ও তাদের পরিবারসহ প্রায় ৩০০ মানুষ বসবাস করেন। মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
পাকিস্তানি কর্মকর্তারা জানান, হামলার পরপরই কমপ্লেক্সের একটি প্রশাসনিক ভবনে তিনজন নিহত হন। তাঁরা সবাই ২০ থেকে ৩০ বছর বয়সী এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতদের মধ্যে কেউ কেউ সেখানে জরুরি দায়িত্ব পালনের জন্য অবস্থান করছিলেন। এক কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি মসজিদও। ঘটনাস্থলে থাকা এক উদ্ধারকারী কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, হামলার আধঘণ্টার মধ্যেই তিনি সেখানে পৌঁছেছিলেন। প্রশাসনিক ভবনের একটি ঘরের দিকে নির্দেশ করে তিনি বলেন, ‘প্রথম মরদেহ আমিই খুঁজে পেয়েছিলাম।’
সরকারি কর্মকর্তা তৌসিফ হাসান আল-জাজিরাকে বলেন, ‘সেদিন রাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রথম মুরিদকেতেই আঘাত হানে।’ তিনি জানান, মাঝরাতের কিছুক্ষণ পর তিনি বিকট দুটি শব্দ শোনেন। শব্দ দুটি দুই মিনিটের ব্যবধানে হয়েছিল। তিনি বলেন, ‘আমরা এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। কী ঘটেছে, আমি ঠিক বুঝতে পেরেছিলাম।’
এই কমপ্লেক্সের মসজিদটির নাম উম্মুল কুরা। এর বিশাল প্রার্থনা কক্ষের ছাদের কিছু অংশ ধসে পড়েছে ভারতীয় হামলায়। ছাদের দুটি বিশাল গর্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান নির্দেশ করে। তৌসিফ হাসান এবং তাঁর সহকর্মী উসমান জালিস জানান, দুই সপ্তাহ আগে পেহেলগাম হামলার পর পাকিস্তানি কর্তৃপক্ষ মুরিদকে হামলার ঝুঁকির মূল্যায়ন করেছিল। ভারত দীর্ঘদিন ধরে এই শহর ও কমপ্লেক্সটিকে এলইটির সদর দপ্তর বলে দাবি করে আসছে। এই দাবির কারণে হামলার আশঙ্কা ছিল।
উসমান জালিস আল-জাজিরাকে বলেন, ‘আমাদের জানানো হয়েছিল, মুরিদকে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণেই আমরা কমপ্লেক্সের কর্মী ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম।’ যারা নিহত হয়েছেন, তারা জরুরি কাজের জন্য থেকে যাওয়া সীমিতসংখ্যক কর্মীর অংশ ছিলেন।
মসজিদের বারান্দার একপাশে একটি বড় টেবিলে ভবনগুলোতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের টুকরাগুলো রাখা ছিল। বিস্ফোরকের গন্ধ এবং ধাতব খণ্ডগুলোতে তখনো তপ্ত ছিল। তৌসিফ হাসান ও উসমান জালিস জোর দিয়ে বলেছেন, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কমপ্লেক্সটির প্রতিষ্ঠার ইতিহাস আরও জটিল।
কমপ্লেক্সটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করেন হাফিজ সাঈদ। তিনি জামাত-উদ-দাওয়া (জেইউডি) নামের একটি দাতব্য প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। জেইউডি দাতব্য সংস্থা হলেও এটি ব্যাপকভাবে এলইটি-এর ছায়া সংগঠন হিসেবে পরিচিত। কমপ্লেক্সের মাদ্রাসাটির নাম জামিয়া দাওয়া ইসলামি। এই নামটি জেইউডি-র নামে রাখা হয়েছে।
ভারতের অভিযোগ, হাফিজ সাঈদ ও এলইটি ভারতের ভূখণ্ডে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ২০০৮ সালের নভেম্বরের মুম্বাই হামলা। ওই হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
আবিদ হোসেন নামের ৫১ বছর শিক্ষক এই কমপ্লেক্সেই বসবাস করেন। তিনি জোর গলায় ভারতের দাবি অস্বীকার করেন। ভারত দাবি করেছিল, এটি ‘প্রশিক্ষণ কেন্দ্র’ বা ‘কোনো সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তর।’ তিনি আল-জাজিরাকে বলেন, ‘এই কমপ্লেক্সটি সব সময়ই ছেলে-মেয়েদের জন্য একটি শিক্ষাকেন্দ্র ছিল। আমি গত ৩০ বছর ধরে এখানে বসবাস করছি এবং নিজেই এখানে শিক্ষকতা করি।’
ওই শিক্ষক আরও বলেন, এই এলাকা যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো—এমন অভিযোগও সঠিক নয়। তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের শিক্ষার্থীদের সাঁতার, ঘোড়া চালানো বা শারীরিক প্রশিক্ষণের সুযোগ দেওয়ার মতো মাঠ ও সুবিধা যদি থাকে, তবে কেন এর মানে হবে যে এখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়?’
২০১৯ সালে পাকিস্তানি সরকার জেইউডি-এর কাছ থেকে এই কমপ্লেক্সটির নিয়ন্ত্রণ নেয়। সে সময় সাঈদ ও এলইটি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির ওপর আন্তর্জাতিক চাপ ছিল। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়া দেশগুলোর ‘ধূসর তালিকায়’ (গ্রে লিস্ট) অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকিও ছিল পাকিস্তানের।
মসজিদের পেছনে একটি রাস্তা রয়েছে। সেখানে দুটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারদিকে সোলার প্যানেল ও ভাঙা ইট ছড়িয়ে ছিল। হামলার রাতের কথা মনে করে বাসিন্দা আলী জাফর ধ্বংস হওয়া ভবনগুলোর পেছনের নিজের বাড়িটির দিকে নির্দেশ করেন। তিনি বলেন, ‘বিস্ফোরণের শব্দ অন্তত সাত কিলোমিটার দূরে থেকেও শোনা গিয়েছিল।’ তিনি পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। সেই বাড়ির কাছ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জাফর বলেন, ‘কয়েক দিন আগে কর্তৃপক্ষ আমাদের জায়গাটি ছেড়ে দিতে বলেছিল। তাই আমরা কমপ্লেক্সের বাইরে চলে গিয়েছিলাম।’ জাফর আরও বলেন, ‘এটা নিশ্চিত ছিল যে, ভারত এই এলাকায় হামলা চালাবে। কারণ, তাদের মিডিয়া বারবার মুরিদকেকে তুলে ধরছিল।’
তৌসিফ হাসান বলেন, শিক্ষাবর্ষ শেষ হওয়ায় মাদ্রাসা ও স্কুল বন্ধ ছিল। তবে পুরো কমপ্লেক্সটি কঠোর সরকারি নজরদারিতে ছিল। তিনি বলেন, ‘২০১৯ সালে সরকার প্রতিষ্ঠানটির প্রশাসন নিজের হাতে নেওয়ার পর আমরা নিশ্চিত করেছি যে এখানকার পাঠ্যক্রম ও শিক্ষাদান সম্পূর্ণভাবে তদারকি করা হয়।’
শিক্ষক আবিদ হোসেন জানান, সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সাঈদ আর কমপ্লেক্সে আসেননি। তিনি বলেন, ‘নব্বইয়ের দশকের শেষ দিকে ও ২০০০ সালের শুরুর দিকে তিনি নিয়মিত আসতেন।’ সাঈদের বয়স এখন সত্তরের বেশি। ২০১৯ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালে পাকিস্তানের একটি আদালত দুটি ‘সন্ত্রাসে অর্থায়ন’ মামলায় তাঁকে ৩১ বছরের কারাদণ্ড দেন। একই ধরনের অভিযোগে ২০২০ সালে তাঁকে আলাদা ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৩ প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে, হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের দাবি, লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো। তবে আল-জাজিরা সরেজমিনে গিয়ে দেখতে পেয়েছে এটি মূলত একটি কমপ্লেক্স। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন ও মসজিদ রয়েছে। হামলায় একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৬ মে দিবাগত রাতে মুরিদকেতে চালানো এই হামলাটি ছিল ভারতীয় সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’—এর অংশ। ভারত বলছে, এটি ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে চালানো প্রাণঘাতী হামলার প্রতিশোধ। ওই হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
মুরিদকে শহরটি লাহোর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। ইসলামাবাদ থেকে চার ঘণ্টার পথ। শহরটির জনসংখ্যা আড়াই লাখের বেশি। দীর্ঘদিন ধরেই ভারত দাবি করে আসছে, এখানেই লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) সদর দপ্তর অবস্থিত।
হামলার মূল লক্ষ্য ছিল ‘সরকারি স্বাস্থ্য ও শিক্ষা কমপ্লেক্স’ নামে পরিচিত একটি বিশাল এলাকা, যেখানে একটি হাসপাতাল, দুটি স্কুল, একটি হোস্টেল ও একটি বড় মাদ্রাসা রয়েছে। ৮০টি আবাসিক ভবনের এই কমপ্লেক্সে সরকারি কর্মচারী ও তাদের পরিবারসহ প্রায় ৩০০ মানুষ বসবাস করেন। মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
পাকিস্তানি কর্মকর্তারা জানান, হামলার পরপরই কমপ্লেক্সের একটি প্রশাসনিক ভবনে তিনজন নিহত হন। তাঁরা সবাই ২০ থেকে ৩০ বছর বয়সী এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহতদের মধ্যে কেউ কেউ সেখানে জরুরি দায়িত্ব পালনের জন্য অবস্থান করছিলেন। এক কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি মসজিদও। ঘটনাস্থলে থাকা এক উদ্ধারকারী কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, হামলার আধঘণ্টার মধ্যেই তিনি সেখানে পৌঁছেছিলেন। প্রশাসনিক ভবনের একটি ঘরের দিকে নির্দেশ করে তিনি বলেন, ‘প্রথম মরদেহ আমিই খুঁজে পেয়েছিলাম।’
সরকারি কর্মকর্তা তৌসিফ হাসান আল-জাজিরাকে বলেন, ‘সেদিন রাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র প্রথম মুরিদকেতেই আঘাত হানে।’ তিনি জানান, মাঝরাতের কিছুক্ষণ পর তিনি বিকট দুটি শব্দ শোনেন। শব্দ দুটি দুই মিনিটের ব্যবধানে হয়েছিল। তিনি বলেন, ‘আমরা এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। কী ঘটেছে, আমি ঠিক বুঝতে পেরেছিলাম।’
এই কমপ্লেক্সের মসজিদটির নাম উম্মুল কুরা। এর বিশাল প্রার্থনা কক্ষের ছাদের কিছু অংশ ধসে পড়েছে ভারতীয় হামলায়। ছাদের দুটি বিশাল গর্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান নির্দেশ করে। তৌসিফ হাসান এবং তাঁর সহকর্মী উসমান জালিস জানান, দুই সপ্তাহ আগে পেহেলগাম হামলার পর পাকিস্তানি কর্তৃপক্ষ মুরিদকে হামলার ঝুঁকির মূল্যায়ন করেছিল। ভারত দীর্ঘদিন ধরে এই শহর ও কমপ্লেক্সটিকে এলইটির সদর দপ্তর বলে দাবি করে আসছে। এই দাবির কারণে হামলার আশঙ্কা ছিল।
উসমান জালিস আল-জাজিরাকে বলেন, ‘আমাদের জানানো হয়েছিল, মুরিদকে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণেই আমরা কমপ্লেক্সের কর্মী ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম।’ যারা নিহত হয়েছেন, তারা জরুরি কাজের জন্য থেকে যাওয়া সীমিতসংখ্যক কর্মীর অংশ ছিলেন।
মসজিদের বারান্দার একপাশে একটি বড় টেবিলে ভবনগুলোতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের টুকরাগুলো রাখা ছিল। বিস্ফোরকের গন্ধ এবং ধাতব খণ্ডগুলোতে তখনো তপ্ত ছিল। তৌসিফ হাসান ও উসমান জালিস জোর দিয়ে বলেছেন, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কমপ্লেক্সটির প্রতিষ্ঠার ইতিহাস আরও জটিল।
কমপ্লেক্সটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করেন হাফিজ সাঈদ। তিনি জামাত-উদ-দাওয়া (জেইউডি) নামের একটি দাতব্য প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। জেইউডি দাতব্য সংস্থা হলেও এটি ব্যাপকভাবে এলইটি-এর ছায়া সংগঠন হিসেবে পরিচিত। কমপ্লেক্সের মাদ্রাসাটির নাম জামিয়া দাওয়া ইসলামি। এই নামটি জেইউডি-র নামে রাখা হয়েছে।
ভারতের অভিযোগ, হাফিজ সাঈদ ও এলইটি ভারতের ভূখণ্ডে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ২০০৮ সালের নভেম্বরের মুম্বাই হামলা। ওই হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
আবিদ হোসেন নামের ৫১ বছর শিক্ষক এই কমপ্লেক্সেই বসবাস করেন। তিনি জোর গলায় ভারতের দাবি অস্বীকার করেন। ভারত দাবি করেছিল, এটি ‘প্রশিক্ষণ কেন্দ্র’ বা ‘কোনো সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তর।’ তিনি আল-জাজিরাকে বলেন, ‘এই কমপ্লেক্সটি সব সময়ই ছেলে-মেয়েদের জন্য একটি শিক্ষাকেন্দ্র ছিল। আমি গত ৩০ বছর ধরে এখানে বসবাস করছি এবং নিজেই এখানে শিক্ষকতা করি।’
ওই শিক্ষক আরও বলেন, এই এলাকা যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো—এমন অভিযোগও সঠিক নয়। তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের শিক্ষার্থীদের সাঁতার, ঘোড়া চালানো বা শারীরিক প্রশিক্ষণের সুযোগ দেওয়ার মতো মাঠ ও সুবিধা যদি থাকে, তবে কেন এর মানে হবে যে এখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়?’
২০১৯ সালে পাকিস্তানি সরকার জেইউডি-এর কাছ থেকে এই কমপ্লেক্সটির নিয়ন্ত্রণ নেয়। সে সময় সাঈদ ও এলইটি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির ওপর আন্তর্জাতিক চাপ ছিল। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়া দেশগুলোর ‘ধূসর তালিকায়’ (গ্রে লিস্ট) অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকিও ছিল পাকিস্তানের।
মসজিদের পেছনে একটি রাস্তা রয়েছে। সেখানে দুটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারদিকে সোলার প্যানেল ও ভাঙা ইট ছড়িয়ে ছিল। হামলার রাতের কথা মনে করে বাসিন্দা আলী জাফর ধ্বংস হওয়া ভবনগুলোর পেছনের নিজের বাড়িটির দিকে নির্দেশ করেন। তিনি বলেন, ‘বিস্ফোরণের শব্দ অন্তত সাত কিলোমিটার দূরে থেকেও শোনা গিয়েছিল।’ তিনি পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। সেই বাড়ির কাছ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জাফর বলেন, ‘কয়েক দিন আগে কর্তৃপক্ষ আমাদের জায়গাটি ছেড়ে দিতে বলেছিল। তাই আমরা কমপ্লেক্সের বাইরে চলে গিয়েছিলাম।’ জাফর আরও বলেন, ‘এটা নিশ্চিত ছিল যে, ভারত এই এলাকায় হামলা চালাবে। কারণ, তাদের মিডিয়া বারবার মুরিদকেকে তুলে ধরছিল।’
তৌসিফ হাসান বলেন, শিক্ষাবর্ষ শেষ হওয়ায় মাদ্রাসা ও স্কুল বন্ধ ছিল। তবে পুরো কমপ্লেক্সটি কঠোর সরকারি নজরদারিতে ছিল। তিনি বলেন, ‘২০১৯ সালে সরকার প্রতিষ্ঠানটির প্রশাসন নিজের হাতে নেওয়ার পর আমরা নিশ্চিত করেছি যে এখানকার পাঠ্যক্রম ও শিক্ষাদান সম্পূর্ণভাবে তদারকি করা হয়।’
শিক্ষক আবিদ হোসেন জানান, সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সাঈদ আর কমপ্লেক্সে আসেননি। তিনি বলেন, ‘নব্বইয়ের দশকের শেষ দিকে ও ২০০০ সালের শুরুর দিকে তিনি নিয়মিত আসতেন।’ সাঈদের বয়স এখন সত্তরের বেশি। ২০১৯ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালে পাকিস্তানের একটি আদালত দুটি ‘সন্ত্রাসে অর্থায়ন’ মামলায় তাঁকে ৩১ বছরের কারাদণ্ড দেন। একই ধরনের অভিযোগে ২০২০ সালে তাঁকে আলাদা ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
দীপিকা পুষ্কর নাথ নামের জম্মুর একজন আইনজীবী গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাতে তাঁর বাগান থেকে সরাসরি গোলাগুলি প্রত্যক্ষ করেছেন। তিনি সিএনএনকে বলেন, ‘আমরা ভীত। যুদ্ধ শুরু করার আগে কি কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়? মনে হচ্ছে, আমাদের শেষ সময় এসে গেছে। সত্যিই যুদ্ধ শুরু হয়ে গেছে।’
৯ মিনিট আগে২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর। ইংল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জাতীয় উদ্যানের রেঞ্জার গ্যারির কাছে অন্য দিনের মতোই ছিল সেদিনের সকালটা। কিন্তু একটি ফোন সব গোলমাল করে দিল। ফোনটি এসেছিল এক কৃষকের কাছ থেকে। তিনি জানান, বিখ্যাত সাইকামোর গ্যাপের গাছটি পড়ে গেছে!
১ ঘণ্টা আগেনিজেদের এক্স হ্যান্ডেলে সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ এনে ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, ভারত সরকার সারা দেশে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস ব্লক করে দিয়েছে। এটিকে তারা ‘প্রকাশ্য সেন্সরশিপ’ হিসেবে অভিহিত করেছে।
২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের ১৪০ কোটি অনুসারীর নেতা হিসেবে প্রথমবারের মতো আমেরিকা থেকে নতুন পোপ বেছে নিয়েছে ভ্যাটিকান। ৬৯ বছর বয়সী নতুন পোপ রবার্ট প্রেভোস্ট এখন থেকে পরিচিত হবেন ‘পোপ লিও চতুর্দশ’ নামে।
৩ ঘণ্টা আগে