Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ৪৭
নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ

ঝালকাঠির রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার আব্দুল মন্নান খান গংয়ের বিরুদ্ধে একই এলাকার সোহেল খানের স্ত্রী মুন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মন্নানের পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহেল খান চাকরির সুবাদে চট্টগ্রাম থাকার কারণে তাঁর ৫ শতাংশ জমি দখল করে প্রাচীর ও ভবন নির্মাণকাজ শুরু করেন আব্দুল মন্নান গং। এ ঘটনায় সোহেল বাদী হয়ে ১৬ নভেম্বর ১৪৪ / ১৪৫ চেয়ে আদালতে মামলা করেন। আদালত ওই জমির ওপর উভয় পক্ষকে সব রকমের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মন্নান গং ভবনসহ সীমানা প্রাচীর নির্মাণকাজ চালিয়ে যায়। মুন্নি বেগম বুধবার বাদী হয়ে স্বামী সোহেলের পক্ষে পুনরায় থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করেন।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মন্নান খানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় তাঁর স্ত্রী বিউটি বেগম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার পর নির্মাণকাজ বন্ধ রয়েছে। কোনো কাজ করা হয়নি।

রাজাপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত