Ajker Patrika

ফুলের খেতে পানি চাষিদের মাথায় হাত

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭
ফুলের খেতে পানি চাষিদের মাথায় হাত

ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীতে অসময়ের বৃষ্টিতে ফুল চাষিদের মাথায় হাত পড়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত শনিবার থেকে গত সোমবার টানা বৃষ্টিতে ফুলখেতগুলোতে পানি জমেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফুলচাষি ও ফুল চাষের সঙ্গে সংশ্লিষ্টরা।

গতকাল বুধবার ফুল কানন পানিসারার মাঠে গিয়ে দেখা গেছে, খেতে জমে থাকা পানি সরাতে ব্যস্ত চাষিরা। হাড়িয়া মাঠে গাঁদা ফুলখেত থেকে পানি নিষ্কাশন করছিলেন জালাল উদ্দিন মোড়ল। তিনি বলেন, তিন দিনের বৃষ্টিতে এমনিতেই অনেক ক্ষতি হয়েছে। পানি জমে ১৭ কাঠা জমির ফুলখেতের অনেক গাছ গোড়া পচে মারা গেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ভালো টাকার ফুল বিক্রি করার সম্ভাবনা ছিল। তিনি আরও জানান, ক্ষতি হওয়ার পরও এ খেত থেকে তিনি অন্তত ৪০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারবেন। তবে আবার বৃষ্টি হলে তা আর সম্ভব হবে না।

একই গ্রামের ফুলচাষি আব্দুস সামাদ বলেন, ‘এ সপ্তাহে সাড়ে তিন বিঘা জমিতে গ্ল্যাডিওলাস রঙিন ফুলের বীজ বপন করেছিলাম। কিন্তু বীজতলায় বৃষ্টির পানি জমে গেছে। বীজ বাঁচাতে বৃষ্টির ভেতরেই পানি নিষ্কাশন করেছি। কিন্তু ইতিমধ্যেই অনেক বীজ নষ্ট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে সব বীজ নষ্ট হয়ে যাবে। তিনি আরও জানান, এতে তাঁর দেড় লাখ টাকার ওপরে ক্ষতি হবে।

পানিসারা গ্রামের বর্গাচাষি আজিজুর রহমান সরদার বলেন, এক বিঘা করে জারবেরা, চন্দ্র মল্লিকা, চায়না গোলাপ, ১০ কাঠা গ্ল্যাডিওলাস ও ১৫ কাঠা জমির গাঁদা ফুলের খেতে পানি জমে গিয়েছিল। গত দুদিন ধরে পানি সেচেছি। আর যদি বৃষ্টি না হয় বিজয় দিবস এবং এর আগে এসব খেত থেকে দেড় থেকে দুই লাখ টাকার ফুল বিক্রি করতে পারব।’

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘অসময়ের এ বৃষ্টিতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন গদখালী অঞ্চলের ফুল চাষিরা। এ অঞ্চলে এক হাজার ৪০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সাতটি ও পরীক্ষামূলকভাবে আরও ছয়-সাতটি জাতের ফুল চাষ হচ্ছে। বিভিন্ন দিবস বিশেষ করে ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বসন্ত বরণ দিবস, নববর্ষ উপলক্ষে চাষিরা ফুল চাষ করে থাকেন।’

আব্দুর রহিম আরও বলেন, ‘কিছুদিন পরেই বিজয় দিবস। ফুলচাষিরা আশায় ছিলেন এ দিবস উপলক্ষে বেশ ভালো ব্যবসা হবে তাঁদের। কিন্তু এ বৃষ্টির কারণে ব্যবসায় মন্দা দেখা দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত