Ajker Patrika

মাছের উৎপাদন বাড়াতে রতিবিল আবার খনন শুরু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩: ৫০
মাছের উৎপাদন বাড়াতে রতিবিল আবার খনন শুরু

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য সম্পদ উৎপাদন বাড়ানোর জন্য কিশোরগঞ্জের মিঠামইনের গোপদিঘী ইউনিয়নের রতিবিল পুণরায় খনন শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিলের খনন কাজ উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, গোপদিঘী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, আব্দুল্লাহ আকন্দ, রতিবিল সুফলভোগী দলনেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছর মৎস্য অধিদপ্তর জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় হাওর উপজেলা মিঠামইনের রতি বিলের খনন করছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বয়লে জানা গেছে, বিলটি খনন করা হলে দেশিয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, বিলুপ্তপ্রায় দেশিয় মাছের বংশ রক্ষা পাবে। বিভিন্ন প্রাণিজ ও উদ্ভিদ প্রজাতি রক্ষা পাবে, অতিথি পাখির আবাসস্থল হিসাবে ব্যবহৃত হবে। সর্বোপরি ক্ষয়িষ্ণু বিলের জীববৈচিত্র‍্য রক্ষা পাবে। এ ছাড়া বিলে পানির স্বাভাবিকতা আসলে মৎস্য জীবিরা লাভবান হবে। সেই সঙ্গে বোরো মৌসুমে সেচের পানি সরবরাহে কৃষকদের সুবিধা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত