Ajker Patrika

দেশে এমন সিনেমার প্রস্তাব পেলে অভিনয় করব

মীর রাকিব হাসান
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮: ০৮
দেশে এমন সিনেমার প্রস্তাব পেলে অভিনয় করব

কয়েকবার চেষ্টা করে ফোনে পাওয়া গেল। শুটিংয়ে ব্যস্ত?
হ্যাঁ। নতুন একটি ওয়েব ফিল্ম করছি। কাজটা খুব এনজয় করছি। প্রি-প্রডাকশনটাই এত যত্ন নিয়ে হয়েছে যে আমি ফিল্মটি নিয়ে খুব আশাবাদী হয়ে উঠেছি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ক্যারেক্টার। 

ফিল্মের নাম কী, পরিচালক কে? 
ফিল্মের নাম, পরিচালক, গল্প বা কলাকুশলী সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না পলিসিগত কারণে। তবে এই সময়ের প্রশংসিত একজন নির্মাতা। তাঁর সঙ্গে আগে কাজ করা হয়নি আমার। এই ফিল্মের বেশির ভাগ অভিনয়শিল্পীর সঙ্গেই আগে কাজ করা হয়নি আমার। ফিল্মটি তৈরি হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। 

এই মাসে মুক্তি পাবে ‘কারাগার’ ওয়েব সিরিজ। এ সম্পর্কে বলুন।
এই সিরিজের জন্য প্রত্যেকেই খুব পরিশ্রম করেছেন; বিশেষ করে ডিরেক্টরিয়াল টিমের কথা বলব। তাঁরা প্রায় এক বছর ধরে গল্প আর স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছেন। প্রি-প্রডাকশনে সময় দিয়ে ক্যারেক্টারগুলো তৈরি করে নেওয়ার কাজটা আমাদের এখানে কমই হয়। তাঁরা প্রতিটি ক্যারেক্টার সুন্দরভাবে আগেই তৈরি করে নিয়েছেন। বাংলাদেশে এ ধরনের ওয়েব সিরিজ দর্শক হয়তো আগে দেখেননি। আমি তো দেখিইনি।

আপনি কোন চরিত্রে অভিনয় করেছেন?
ট্রেলারেই তো কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে। আমার চরিত্রটা সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র। এখন শক্তিশালী নারী চরিত্র নিয়ে কাজ হচ্ছে, এটা আমাদের আশাবাদী করে।

চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? 
চঞ্চল ভাই, দিনার ভাই, নাঈম ভাইদের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে একত্রে কাজ করেছি এই সিরিজে। অভিজ্ঞতা অসাধারণ। এত দুর্দান্ত সব অভিনয়শিল্পীর সঙ্গে একই সেটে থাকা মানেই নিজের উন্নতি করা। আর ওনারাও ক্যারেক্টারের প্রতি বেশ ডেডিকেটেড! ওনাদের সঙ্গে আমি আরও কাজ করতে চাই।

সিনেমায় অভিষেক হলো কলকাতায়। সিনেমাটির অবস্থা কী?
টানা তিন সপ্তাহ যুক্তরাজ্যে হয়েছে ‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিং। এই বছরের শেষের দিকে মুক্তি পাবে। সম্পাদনা প্রায় শেষ। ডাবিং বাকি। কলকাতায় যেতে হবে ডাবিংয়ের জন্য। লন্ডনেই পুরো সিনেমার শুটিং হয়েছে। লন্ডনে আগে যাইনি। এত দূরে গিয়ে অপরিচিত একটি টিমের সঙ্গে কাজ করতে হবে, একা একা অনেক দিন থাকতে হবে, কতটুকু কী পারব, তা নিয়ে চিন্তা ছিল। কিন্তু এত সুন্দর একটি টিমের সঙ্গে কাজ করতে পেরেছি, কখনো ভুলব না।

সহ-অভিনেতা ছিলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরীসহ অনেকে। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

এককথায় আমি মুগ্ধ। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওনারা এত বিনয়ী! আমি বয়সে আর কাজের অভিজ্ঞতায় অনেক ছোট, তারপরও আমাকে প্রচুর সময় দিতেন।

কলকাতায় নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন?
এই সিনেমার পর কলকাতা থেকে আরও দুটি সিনেমার প্রস্তাব এসেছিল। সবদিক বিবেচনায় হ্যাঁ বলতে পারিনি। প্রথম সিনেমার কাজটা যেমন শুনেই বলে দিয়েছি, আমি করব। পরবর্তী যেসব প্রস্তাব এসেছে, ওগুলো শুনে অতটা জরুরি মনে হয়নি।

বাংলাদেশের বড় পর্দায় কবে আসবেন?
আগেও বলেছি, সিনেমায় আমার আপত্তি নেই। ‘আরও এক পৃথিবী’র প্রস্তাব যখন এসেছে, মনে হয়েছে এ ধরনের সিনেমার জন্য আমি অপেক্ষা করছি। দেশে এমন সিনেমার প্রস্তাব পেলেই অভিনয় করব।

ওয়েবে কাজ করতে করতে নাটকের ব্যস্ততা কমেছে?
এটা একধরনের অ্যাডভান্টেজ হিসেবেই দেখছি। বাছাই করার সুযোগ বেড়েছে। ওয়েব সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া যায়। স্ক্রিপ্ট নিয়ে, ক্যারেক্টার নিয়ে অনেকবার আলোচনার সুযোগ হয়। আমি সব মাধ্যমেই কাজ করতে চাই। তবে কাজটির জন্য মনস্তাত্ত্বিক প্রস্তুতির সময় পাচ্ছি কি না, সেই বিষয়টা প্রাধান্য দিচ্ছি। 

ঈদে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজ নিয়ে কেমন সাড়া পেলেন?
আমি বেশ ভাগ্যবান। এখন পর্যন্ত ওয়েবের জন্য যত কনটেন্টে কাজ করেছি, সব কটিই প্রশংসিত হয়েছে। সিন্ডিকেট তো চরকির সবচেয়ে বেশি দেখা কনটেন্ট।

বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত